পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বছর চলে।

বছর চলে   বর্ষা জলের
ঢালের মত;
কিম্বা ধূলায়   পায়ের ঠেলায়
Ballএর মত।
কালের বায়ু   দোলায় আয়ু
নলের মত,—
পল্‌কা শাখায়   কিম্বা পাকা
ফলের মত।
চলছে শরীর   বটে ঘড়ির
কালের মত,
কিন্তু যমে   ভাঙ্গছে ক্রমে
খলের মত
প্রাণ্‌টা, মস্ত   দীর্ঘ প্রস্থ
Hallএর মত;
কিন্তু উদাস্‌   শূন্য আকাশ
—তলের মত।

১২২