পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রশস্তি পঞ্চক।

ওগো ও মিত্র,  অতি পবিত্র
তোমার চিত্র-তুলিকা।
বিবিধ বর্ণে  সুরভি পর্ণে
এঁকেছ পুণ্য-কালিকা।
জড়তা যুক্ত  চেতনা-লুপ্ত
আঁধারে সুপ্ত মহীতে,
নব ভানু-তাপ  প্রসারি’ প্রতাপ,
আনিল প্রভাত চকিতে।
‘চারণীর’ গীতি  ‘মানসীর’ প্রীতি
যেন রে বিজুলি-কণা, —
নাচায়ে ফিরায়  শিরায় শিরায়
নবীন উদ্দীপনা।
হাকিয়ে হাসাও,  কাঁদিয়ে কাঁদাও,
শৌর্য্যে মাতাও প্রাণ;
বিভব-গরবে  অক্ষয় হবে
এ ভবে তোমার গান।
রহি পবিত্র  সরস নিত্য,
ভুলিয়ে বিরহ-বাধা,
বিবিধ ছন্দে  মধুরে মন্দ্রে
গাহ দ্বিজেন্দ্র,গাথা।



৯৭