পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

খেয়াল পঞ্চক।

মেঘের মত  দোলাও নীলাঞ্চল——
ঢেলে বুকের তরল প্রেম-কণা;
ঝরবে কত  মরুর মাঝে জল,
ঊষর ক্ষেতে ফলবে কঁচা সোণা

১১৭