পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চকমালা।
বাৎসল্য।

ঝাড়িয়া দিল গায়ের ধূলা হস্ত বুলায়ে,
রহিল তবু সিংহ বাবু ওষ্ঠ ফুলায়ে।

শান্ত।

দিলেন আনি গৃহিণী তাঁরে পথ্য থালাতে।
যতেক খান্‌ আবার চান্‌, ক্ষুধার জ্বালাতে।
হাঁড়িটি বেশ করিয়া শেষ, গুড়াকু ফুঁকিয়া,
ধুমে ও ঘুমে সকল গোল্‌ গেলারে চুকিয়া।


১০৮