পাতা:সিতিমা.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
সিতিমা
মহারাজ। তোমার বলবার কথা নাই?
উজ্জ্বল। মহারাজ- [অনেকক্ষণ নীরব থাকিয়া আত্মসংযম পূর্ব্বক] কেবল এই কথা-আমাকে এইবার বিশ্বাস করুন। আমার হাতের বাঁধ খুলে আমার তরোয়াল খানা আমাকে ফিরিয়ে দিতে আজ্ঞা হোকমহারাজের শক্রদের দেশের বাহির করে দিয়ে, আমি ফিরে এসে মহারাজের হাতে আমার অপরাধের যোগ্য দণ্ড গ্রহণ করব। যুদ্ধ শেষ হওয়া পর্য্যন্ত আমার বিচার ও শাস্তি স্থগিত থাক্‌।
মহারাজ। ইতিমধ্যে শত্রু জয়লাভ কর্‌তে পারে, রাজদ্রোহীদের সাহায্যে আমার রাজ্য ও গৃহ নষ্ট হতে পারে।
উজ্জ্বল। ভগবান না করুন। উজ্জ্বল সিংহের হাতে আসি থাকতে আর দেহে প্রাণ থাকতে তা কখনও হবেনা। মহারাজ আমি অবিশ্বাসী নই, এই যুদ্ধেই তার প্রমাণ হবে।
[দুর্জ্জয়ের প্রবেশ।
দুর্জ্জয়। মহারাজাধিরাজ সেনাপতি কেশরী সিংহ গুরুতর আঘাত পেয়ে ধরাশায়ী হয়েছেন, তাঁর সেনাদল ক্রমেই হঠে আসছে। আমি চললাম।
[ প্রস্থান।
উজ্জ্বল। মহারাজ আমি যাই-?
মহারাজ। আগে কোথায় ছিলে? তোমার কর্ত্তব্য তুমি করলে কেশরী সিংহ মারা যেতনা। কাপুরুষ, কুলাঙ্গার।
[ দুর্জ্জয়ের পুনঃ প্রবেশ।