পাতা:সিতিমা.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
সিতিমা
বন্দী। আপনার পুরুষ কি নারী? [সন্দিগ্ধভাবে সন্ন্যাসীদের মুখাবলোকন ]
বৃদ্ধ স। এমন প্রশ্ন কেন? [ গুম্ফ ও শ্মশ্র নির্দেশ করিয়া] এসব কি দেখ্‌চেন?
বন্দী। উনি কতকটা নারীর আকৃতি নিয়ে এসেছেন। আমি নারীকে বিশ্বাস করিনা-ছলনাই তার স্বভাব।
তরুণ স। আপনি খল প্রকৃতির সহিত অধিক পরিচিত।
বৃদ্ধ স। আকৃতি এক হলেই কি প্রকৃতি এক হয়?
বন্দী। আমি নারীকে বিশ্বাস করিনা।
তরুণ স। আমরাও করিনা। নইলে আর সন্ন্যাসী হই?
বন্দী। আপনারা আমাকে উদ্ধার কর্‌লেন কেন?
বৃদ্ধ স। রাজ্যরক্ষার জন্য আপনার আবশ্যক। বীরেরা সব যুদ্ধে আহত ও নিহত, রাজা ও রাজ্য বিপন্ন।
বন্দী। রাজা স্বয়ং আমাকে কারাবদ্ধ করেছেন।
তরুণ স। তাঁর পূর্ব্বের স্নেহ ও অনুগ্রহ স্মরণ করে দেশের দুর্গতি নিবারণ করতে অগ্রসর হউন। এখন অভিমানের সময় নয়, নিজের ক্ষতির প্রতিশোধও নেবার সময় নয়। নিজের অতীত ভবিষ্যৎ ভুলে কেবল বর্ত্তমান বিপদটা ভাবুন। আজ যেখানে হাজার লোক মর্‌ছে, সেখানে আপনাকে গিয়ে বুক পেতে দাঁড়াতে হবে।
বন্দী। আপনারা আমাকে মুক্তি দিয়ে এই প্রহরীকে আর দুর্গরক্ষক সামন্তরাজকে বিপন্ন করলেন।