পাতা:সিতিমা.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6ł o সিতিমা । ১ম পরিষদ । যে আজ্ঞা মহারাজ । [ প্ৰস্থান । মহারাজ। এখন কিছুকাল আমি বিশ্রাম ক’রব। [ भट्रांद्रांऊ ७ भशांब्री वाङौऊ शकलद्र श्ट्रांन । মহারাজ। আজ গীত বাদ্যাদির আয়োজন হউক। মহারাণী তোমার গায়িকা ও নর্তকীদের অনেক দিন দেখি নি । মহারাণী । মহারাজ প্ৰধান নৰ্ত্তকী পীড়িত। গায়িকা সিতিমাও জীবিত নাই। মহারাজ। কি ? সিতিমা জীবিত নাই! সে যে যুদ্ধের পূর্বে আমাদের উৎসাহিত করেছে, আজ বিজয়ের উৎসবে তার কণ্ঠ নীরব। রাজ্ঞী। তার কি রোগে মৃত্যু হ’ল ? মহারাণী। উজ্জ্বল সিংহের ধরা পড়বার পর বোধ হয় সে একটু উন্মাদগ্ৰস্ত হয়েছিল। প্ৰথমে উন্মাদের কোন লক্ষণ প্ৰকাশ পায় নি, কিন্তু উন্মত্ত না হলে গবাক্ষ দিয়ে পরিখার জলে ঝাপ দিতে যায় কি ? মহারাজ। বাপ দিতে যাবার পর কি হ’ল ? মহারাণী। বাপাই দিয়েছিল, তারপর বোধ হয় মৃত্যু ঘটে—তারপর কেউ তাকে দেখে নাই। পরিখা জলে পুর্ণ ছিল—ত্ত্বদের সঙ্গে পরিখার যোগ । মহারাজ। কেউ তাকে তুলতে চেষ্টা করে নি ? গর দেহও ভেসে ওঠে নি ?