পাতা:প্রেমিক-গুরু - নিগমানন্দ পরমহংস.pdf/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন্মুক্তি। SS 9 হইতে পরিবেন। লোক সকল ব্যবহারিক বুদ্ধিতে শাস্ত্রপাঠ পূর্বক অজ্ঞ সমাজে ৰিজ্ঞ সাজিয়া কেবল ৰুিরাট তর্কজাল বিস্তার করত; বৃথা কচকচি করিয়া বেড়ায়। এইরূপ পল্লবগ্ৰাহী কখনও প্রকৃত জ্ঞান লাভ করিতে পারেন ; উপরন্তু আর পাঁচজনকে ও বিপথে পরিচালিত করিয়া সমাজে দলাদলির সৃষ্টি করিয়া থাকে । সুতরাং সাধকগণ ভক্ত ও ভগবানের লীলাগ্রন্থ এবং স্ব স্ব সাধনপথের সারভুত কাৰ্য্যসাধনোপযোগী শাস্ত্রাংশমাত্র পাঠ করিবে । তৎপরে সত্য লাভ করিয়া সাধারণকে শিক্ষা দিবার জন্য সমগ্র হিন্দুশাস্ত্ৰ অধ্যয়ন করিৰে । তখন দেখিবে, হিন্দুশাস্ত্রে কিরূপ সুশৃঙ্খলে কত অগণিততত্ত্ব স্তরে স্তরে সজ্জিত । কোন শাস্ত্র মিথ্যা বা নিরর্থক নহে কোন না কোন অধিকারীর প্রয়োজন সিদ্ধ হইবে । রাজনীতি, সমাজনীতি, ধৰ্ম্মনীতি প্ৰভৃতি এমন কোন নুতন কথা কেহ বলিতে পারবেন, যাহা বিশাল হিন্দুশাস্ত্রের কোন না কোন গ্রন্থে উল্লিখিত হয় নাই । আমরা উপযুক্ত গুরু অভাবে উপযুক্ত শিক্ষালাভে বঞ্চিত বলিয়া অসীম জ্ঞানসম্পন্ন আৰ্য্যবংশে জন্মিয়া ও অকৰ্ম্মণ্য নগণ্য, হইয়াছি এবং সৰ্ব্বদা রোগে শোকে এবং সঙ্কল্পিত কৰ্ম্মনাশে হা হগুণ৷ कप्रेिभ्र। भब्रि । অতএব সত্য লাভ করিয়া যিনি কৃতাৰ্থ হইয়াছেন তিনিই হিন্দুশাস্ত্ররূপ কল্পভাণ্ডারের দ্বারী হইয়া সৰ্ব্ব সাধারণের নিকট অধিকারানুরূপ তত্ত্বকথা @T51弧 卤引 阿可忆夺颈 সুখশান্তির প্রতিষ্ঠা করিবেন। ত্রিতাপদগ্ধ জীবগণের শুষ্ক কণ্ঠে ধৰ্ম্মের অমৃতধারা ঢালিয়া সঞ্জীবিত করিয়া তুলিবেন। পাঠক ! আমাদের প্রকাশিত ব্ৰহ্মচৰ্য্যসাধন, যোগী গুরু, জ্ঞানীগুরু,তান্ত্রিকগুরু ও প্ৰেমিক গুরু * এই পাঁচখানি পুস্তক হিন্দু শাস্ত্রের সারভূত ;

  • গ্ৰন্থকারের এই ጛ3ቐ ♥ቛግIIጻ ቚስጫጓCs ጃ¶fቘጻ উপস্থিত DD LYYKEK DBEEEE SDBDLDDDuD DBttYSS iDD uDDBDB S S BBBD