শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/১

উইকিসংকলন থেকে

বাগ্‌দেবী বন্দনা।

(ভৈরব জংলা, একতালা)

এস সারদে শ্বেতবরণি;
সদা অসার রসেতে, অবিদ্যা বশেতে, বিষয়-বিষেতে জ্বলি জননি।
হ’ও না কৃপণা, তারো কৃপাকণা বিতরি কাতরে তারিণি,
কবি অবিদ্যা বিনাশ, সুবিদ্যা বিকাশ কর দিয়ে চরণতরণি॥
শুনি দেহমধ্যে আছ বিদ্যমান, আমি কিন্তু মা তোর না পাই সন্ধান,
অন্ধমতি অতি অজ্ঞান সন্তান, ওমা জ্ঞানদায়িনি;
একাক্ষরে কত সুধা ক্ষরে মা তোর করে যে করে বীণাধ্বনি,
ও সে প্রণব-ঝঙ্কার অন্তিমে একবার শুনা’ও ‘সরোজ’-বাসিনি। ১॥