শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/১৫

উইকিসংকলন থেকে

(জয়জয়ন্তী, খেম্টা)

নাচিছে রক্ত খেয়ে, পড়েছে বক্ত্র বেয়ে,
কালী সে শক্ত মেয়ে, কাল-ভুজঙ্গিনী।—
কাল-ভুজঙ্গিনী, ডাকিনী-সঙ্গিনী, কে রণ-রঙ্গিণী, শ্যামা উলঙ্গিনী।
(করে) সমরে ছুটাছুটি, ঈশানের বুকে উঠি
পাষাণের পাগল বেটী, শ্মশান-চারিণী
(আর) রণে নাই নিস্তার, বদন বিস্তার,
গ্রাসিছে বিস্তর, কৃপাণ-হস্তিনী;—
(ওই) এল রে ধেয়ে ধেয়ে, বরাভয় করে লয়ে,
সরোজ সদয় হয়ে, দে মা চরণ-দুখানি। ১৫॥