পাতা:ভারতীয় সাধক - শরৎকুমার রায়.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖՀ ভারতীয় সাধক ও ধৰ্ম্মগ্রন্থে তাহার চমৎকার রূপক বৰ্ণনা রহিয়াছে । পাপবাহিনীর সহিত সিদ্ধার্থের সেই সংগ্রামের বর্ণনা পাঠ করিলে মৃতকল্প ব্যক্তির হৃদয়ে ও অপূৰ্ব্ব বলের সঞ্চার হয়। নানা প্রলোভন দেখাষ্টয়া কামলোকের অধিপতি মাব সিদ্ধার্থকে পলুব্ধ করিতে উদ্যত হইবামাত্র ‘ डिनि श्प्लाऽ कार्छ क३ि%ान :- “মেরুঃ পাৰ্বতরাজ সন্তানতু, চলেৎ সৰ্ব্বং জগন্নো ভবেৎ৷ সর্বে তারকসঙ্গা ভূমি প্ৰপতেৎ সজ্যোতিষেন্দ্ৰ নভাৎ । সৰ্ব্বে সন্তু করেয় একমতয়ঃ শুৰ্য্যেন্মগসাগরে নত্বেব দ্রািমরাজ মূগোপগতঃচাণ্যেত অস্মদ্বিধঃ ৷” মাদি পৰ্বতলাজ মোবস্থানচ্যুত হয়, সৰ্ব্বজগৎ শূন্যে মিশিয়া 邓丽,5西, স্পৰ্য্য, গ্ৰঙ্গরাজি খণ্ড খণ্ড চেষ্টয়া আকাশ হইতে ভূমিতে “পতিত হয়, বিশ্বের সকল জীব একমত হয় এবং মহাসাগর শুকাইয়া যায় ; তথাপি আমাকে এই দ্রািমং ল হইতে বিন্দুমাত্র বিচলিত করিতে পাবিবে না। অতঃপর পাপসৈন্যগণ মারের নিদেশ অনুসাদ নানা প্রলোভনে সিদ্ধার্থকে প্রলুব্ধ কবিতে চেষ্টা করিল। কিন্তু তাহাব অবিচলিত চিত্তের অমিতবিক্রম তাঙ্গাদের সকল চাতুৰী ব্যথা করিয়া দিল' অবশেষে স্বয়ং মার নানা আযুদ্ধে সজ্জিত শক্টয়া সম্মুখী সংগ্রামে অগ্রসর হইল। পুরুষসিংহ সিদ্ধাৰ্থ বঙ্গস্তার কণ্ঠে কছিলেন, “তুমি একাকী কেন— সৰ্ব্বেয়ংক্রিসাহস্ৰ মেদিনী যদি মারৈঃ প্ৰপূৰ্ণ ভবেৎ৷ সৰ্বেষাং যথা মেরু পর্বতবরঃ পাণীম খঙ্গো Vege তে মহ্যং নতুমৰ্থ লোমশ্চালিতুং প্রাগব মাং ঘুতিতুং কুৰ্য্যাচ্চাপি ষ্টি বিগ্রহে স্ম বৰ্ম্মিতেন দৃঢ়ম৷ এই তিন সহস্ৰ মেদিনী যদি মারদ্বারা প্ৰপুৰ্ণ হয়, প্রত্যেক মারের হন্তের খঙ্গ যদি পৰ্ব্বতত্ত্বর মেরুর ন্যায় প্ৰবন্ধুণ্ড হয়, তথাপি বিগ্রহে দৃঢ়নৰ্ম্মিক আমাকে আঘাত করা দূরে থাকুক, একবিন্দুও টলাইতে পরিবে না।”