পাতা:ইন্দুমতী - যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়.pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
সন্ন্যাসী—সাক্ষাতে।

এ দিকে পাইয়া রক্ষা ধীবর যতনে,
ধীবরের গৃহে তিনি থাকি কিছু দিন,
দেবব্রত করিলেন কতই সন্ধান
ইন্দুর উদ্দেশে সেথা,প্রতি গ্রামে গ্রামে,
নদীর উভয় কূলে। নিরাশ হইয়া,
ধীবর নিকটে তিনি লইয়া বিদায়,
চলিয়া গেলেন শেষে ভাগ্য পরীক্ষায়।
বিষাদ কাতর চিতে চলিলেন তিনি,
কোথায়,নাহিক লক্ষ্য সে দিকে তাঁহার,
যে দিকে নয়ন যায় যান সেই দিকে।
অতীত মধ্যাহ্নকাল। শারদীয় রবি
বর্ষিছে সুতীব্রকর। পিপাসা ক্ষুধায়
কাতর হইয়া তিনি,বটবৃক্ষতলে
গন্তব্য পথের ধারে বসিলেন একা।
শীতল ছায়ায় বসি ডালে কত পাখী,
কাকলি করিছে কিবা মনের আনন্দে।
যোজন ব্যাপিয়া তাঁ’র দুই পার্শ্বে মাঠ,