পাতা:ইন্দুমতী - যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়.pdf/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় খণ্ড – চতুর্থ সর্গ।
১২৭

দেবব্রত যত্নে হ’ল গ্রামে প্রতিষ্ঠিত
বিদ্যালয়,আর,যৌথ বিপনি সকল।
পথ,ঘাট,জলাশয় হ’ল পরিস্কৃত।
গৃহস্থ রোপিল যত্নে গৃহের প্রাঙ্গণে
শেফালিকা,সূর্য্যমুখী,তুলসীর গাছ,
নিম,নিসিন্দাদি,বিল,নানা বৃক্ষ চয়,
পুতি-বাষ্পজ্বর যা’তে হয় নিবারিত,
বাতাস বিশুদ্ধ হয় সকল সময়।
গ্রামে এক ধর্ম্ম-গোলা হইল স্থাপিত,
গ্রামবাসী দিত সবে অংশ মত ধন
সাহায্য পাইবে ব’লে ‘অজন্মার’ দিনে।
শিখিল কৃষক সবে,বীজ-নির্ব্বাচন
কেমনে করিতে হয় করিয়া চয়ন
পুষ্ট পক্ক, শস্যগুলি ক্ষেত্র হ’তে তা’র।
শিখিল তাহারা আব গবাদি পশুর
কেমনে উন্নতি হয়,দুগ্ধ হয় বেশী;
কেমনে করতে হয় সার-সংরক্ষণ;
সেচনের সুব্যবস্থা জলাভাব দিনে;
গভীর কর্ষণে কিবা হয় উপকার,
উৎপাদিকা শক্তি বাড়ে মাঠের আবার
জন্মিলে তাহাতে শস্য বিভিন্ন জাতীয়।
শিখিল তাহারা আর করিতে সকলে