পাতা:ইন্দুমতী - যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਫੈ ra --അആ:O----- Vess প্রশস্ত বিচিত্র হর্ম্ম গালিচা মণ্ডিত, দুগ্ধ-ফেণ-নিভা শয্যা তাহাতে শায়িতা রয়েছে সুন্দরী এক পীড়ায় কাতর। বিংশতি দিবস। আজি আছন্ন বিকারে, প্রবল জ্বরের সাথে। সুধু মাঝে মাঝে, স্পান্দিত হ’তেছে ওষ্ঠ নড়িছে মস্তক । রহিয়া রহিয়া পড়ে সুদীর্ঘ নিশ্বাস, অব্যক্ত যাতনা পূর্ণ আর কাতরতা । অক্ষমা কহিতে কথা মেলিতে নয়ন। রাণীমা বসিয়া পার্শ্বে চাহি মুখ তার, কতু বা পাণীয় মুখে দেন। ধীরে ধীরে, কীভূ বা করেন অঙ্গে হস্ত সঞ্চালনা। " তাল বৃন্ত লয়ে করে শিওরে বসিয়া, জনৈক কিঙ্করী ধীরে করিছে ব্যজন । এহেন সময়ে বৃদ্ধ পুর-কবিরাজ, ধীরে ধীরে তথা আদি কহিল সন্ত্রমে“রাণীমা আবার কেন করেছ স্মরণ ?”