পাতা:ইন্দুমতী - যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়.pdf/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় খণ্ড-তৃতীয় সর্গ।
১১১

ঘুচাইতে আমাদের মনের আঁধাব
কত শত বিদ্যালয় স্থাপন করিয়া,
সুশিক্ষার করেছেন অনন্ত ব্যবস্থা।
লৌহবর্ত্ম,ডাকঘর,তারের সংবাদ,
করিছে দেশের কত উন্নতি বিধান।
অসংখ্য সুন্দর বর্ত্ম ভারতে করিয়া,
ঊর্ণনাভ জাল মত,নদ,নদী,খাল,
তরিতে অসংখ্য সেতু করিয়া নির্ম্মাণ
করেছেন এ দেশের অশেষ কল্যাণ।
কৃষির মঙ্গল,আর দেশ রক্ষা হেতু
সলিল প্লাবন হ’তে,কত শত ক্রোশ
দুরন্ত নদীর ধারে, সুদৃঢ়, সুন্দর,
দিয়াছেন কত বাঁধ। কৃষির সৌকার্য্যে
করেছেন কত খাল সংখ্যা নাহি তা’র।
নির্দ্দয় কুসীদ জীবি তা’র হাত হ’তে
দরিদ্র কৃষকে রক্ষা করিতে ইংরাজ,
গ্রামে গ্রামে করেছেন সাহায্য সমিতি।
স্বাস্থ্যের উন্নতি হেতু, বিজ্ঞান সম্মত
অসংখ্য উপায় তাঁ’রা করিছেন সদা।
দেশের মঙ্গল হেতু কত পরিশ্রম,
কতযত্ন,অর্থব্যয়,করি’ছে ইংরাজ।
যে দিকে চাহিয়া দেখ দেশের কল্যাণ,