পাতা:ইন্দুমতী - যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়.pdf/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় খণ্ড-অষ্টম সর্গ।
১৬৯

লইতে এখন তাই পরীক্ষা রাধার,
দেবব্রত চলিলেন কক্ষেতে তাহার।
 তখন দ্বিযামা নিশা,ঘুমায় নবীন,
ঘুমায় অপর সবে সাড়া শব্দ হীন।
দেবব্রত ধীরে ধীরে রাধিকা উদ্দেশে,
আসিলেন রাধিকার কক্ষদ্বার দেশে।
মুক্ত বাতায়ন পথে দেখেন চাহিয়া,
রামায়ণ লয়ে রাধা পড়িছে বসিয়া।
অনন্ত সৌন্দর্য্য দিয়া যেন চিত্রকর,
আঁকিয়া রেখেছে ছবি ঘরের ভিতর।
দ্বারদেশে ধীরে ধীরে করাঘাত করি,
ডাকিলেন দেবব্রত রাধিকা সুন্দরী।
 চমকি উঠিয়া রাধা খুলিলেন দ্বার,
দেবব্রতে দেখে হ’ল বিস্ময় তাহার।
গোপন করিয়া ভাব,অতি সমাদরে
লইয়া গেলেন তাঁ’রে কক্ষের ভিতরে।
বসিতে আসন দিয়া বসিলেন কাছে,
ইচ্ছা তা’র জানিবার কিবা কথা আছে।
শীলতার ভয়ে শুধু সরল নয়নে
চাহিয়া রহিল রাধা দেবব্রত পানে।
 দেবব্রত বলিলেন কাতরে রাধায়,
এসেছেন এবে তিনি লইতে বিদায়।