পাতা:ইন্দুমতী - যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

어 | ষষ্ঠ সৰ্গ । কত সুখ শান্তি এত হাহাকার মাঝে ! অনন্ত শকতি কত সাধনা সাপেক্ষ । এস বাতায়ন পাশে, চেয়ে দেখ দেখি অনন্ত আকাশ পানে। কি সুন্দর মরি, কি গৌরবময়, কিবা মাধুরী জড়িত সৌন্দর্য্যের হাট, ওই কত গ্রহ তারা, অসংখ্য জীবের বাস পৃথিবীর মত, ঘুরিছে আপন কক্ষে নীলিমার কোলে, উজলিয়া নভঃদেশ । ওই স্থানে য’তে, পরিবে যাইতে কর উপায় তাহার । তিমির-বসনা ধরা দেখা নিম্নে কত, কিবা ঘোর অন্ধকার । এই জড় দেহ ওখানে রহিবে পড়ি আয়ু অবসানে। তমোভাব, পাপ ইচ্ছা, কর পরিহার। ও সব লাগে না ভাল চাহি ইন্দুমতী । ইন্দুমতী ময় সব জগৎ আমার । বুঝেছি আমার এবে ভেঙ্গেছে কপাল, সোণার সংসার এবে যাবে রসাতলে । বুঝেছি তোমার অন্য চিন্তার অভাবে, কাজের অভাবে আর, এই রূপ-চিন্তা, অবৈধ প্রেমের চিন্তা হয়েছে প্রবলা, যেমন হইয়া থাকে নিত্বকর্ম্মার মনে । Gł6