পাতা:অনাথবন্ধু.pdf/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

za N-V 7RRT দেশে শিল্পপ্রতিষ্ঠা ব্যতীত দেশের দারিদ্র্য-সমস্তার সমাধান হইবে না। দেশের লোক যত শীঘ্র এ কথাটা বুঝিল, সরকার তত শীল না বুঝিলেও বুঝিলেন, কিন্তু সরকার বুঝিয়াও সহসা কিছু করিতে পারিলেন না । কারণ, যখন রাজা ও প্রজা অবস্থা বুঝিয়া প্রতীকার করিতে উৎসুক হইলেন, তখন বহুদিনে বিলাতে শিল্প সুপ্রতিষ্ঠিত হইয়াছেপণ্য বিক্রয় করিয়া অর্থ লইয়া সেই অর্থে আবশ্যক দব্যক্রয়ো অভ্যস্ত বিলাতের লোক তখন মনেও করিতে পারে না যে, হয় তা যুদ্ধাদির জন্য এক দিন আন্তর্জাতিক বাণিজ্যের পথ অতির্কিভাবে রুদ্ধ হইতে পারে— তখন দেশের বিপদের আর অন্ত রহে না । তাই বিলাতের লোক অবাধ বাণিজ্যনীতি প্রবর্ত্তিত করিয়াছে—সেই বাণিজ্যের স্রোতে বিলাতে ধনাগম হইতেছে । কোন দেশে শিল্পের প্রতিষ্ঠা ও উন্নতিসাধন সরকারী সাহায্যসাপেক্ষ। অবাধ-বাণিজী-নীতি সেরূপ সাহায্যদানের বিরোধী । কাযেই বিলাতের লোক আপনাদের ব্যবসা ক্ষুন্ন করিয়া ভবিষ্যতে আরও ক্ষুন্না করিবার পথ প্রস্তুত করিবার অধিকার ভারত সরকারকে দিতে অসম্মত হইল। তাহারা স্বার্থরক্ষার জন্য যে চেষ্টা স্বাভাবিক, সেই চেষ্টাই করিল। বিলাতের লোকের মত উপেক্ষা করিয়া—বিলাতের ব্যবসায়ীদিগের স্বার্থ ক্ষুঃ করিয়া এ দেশে কোন নীতির প্রবর্ত্তন ভারত-সরকারের সাধাতাত। তাই ভারত-সরকার প্রকৃত অবস্থা বুঝিয়াও—দারিদ্র্যারোগের নিদাননির্ণয় করিয়া ও-তাহার প্রতীকারের প্রকৃত ভেষজপ্রয়োগ করিতে পারলেন না । কিন্তু সরকার যে এ বিষয়ে একেবারে নিশ্চিন্ত ও নিশ্চেষ্ট ছিলেন, এমনও নহে। বিলাতী বাণিজ্যনীতি অক্ষুন্ন রাখিয়া এ দেশে শিল্পকে যতটুকু সাহায্য করা যায়, সরকার তাঁহাই করিতেন । সরকারী প্রয়োজনে এ দেশের পণ্য “যথাসম্ভব” ব্যবহার করিবার জন্য সরকার সকল বিভাগেই আদেশ ও উপদেশ দিয়াছিলেন । তবে একে এ দেশে নানারূপ পণ্য পাওয়া যায় না। -আবার যাহা পাওয়া যায়, BDBKS0 BBE K LtK DDS BDE DBBB DBDDSDDDS SDKS এই সব কারণে সরকারের আদেশ ও উপদেশ থাকিলে ও সরকারের দ্বারা শিল্পের বিশেষ সাহায্য হইত না । আবার সরকার সময় সময় অবস্থা বিচার করিয়া এ দেশের শিল্পের উন্নতিবিধানোদ্দেশ্যে দেশের শিল্পের বক্তমান অবস্থাসম্বন্ধে অনুসন্ধান করাহঁতেন। সে সব অনুসন্ধানের ফল আশানুরূপ ও আবশ্য কানুরূপ হইয়াছে কিনা সন্দেহ। কারণ, একদিকে যাহারা অনুসন্ধান করিতেন, তাহারা সিভিলিয়াননুতরাং শিল্পবিষয়ে অনভিজ্ঞ ; আর এক দিকে বলতের বাণিজ্যনীতি অক্ষুন্ন রাখিবার জন্য সরকার প্রত্যক্ষভাবে এ দেশের শিল্পে কোনরূপ সাহায্যদান করিতে পারিতেন না । এরূপ অবস্থায় শিল্পের উল্লেখযোগ্য উন্নতির আশা করা যায় না। তবে সরকারের অভিপ্রায় বুঝা যাইত। ১৯০৬ T - 1 o, খৃষ্টাব্দে যখন এ দেশে-বিশেষ বাঙ্গালায় স্বদেশী আন্দোলন ब्रांङमैडिक आएगांवोनब्र अश्रौड्रड इछेब्रा डेब्रिांछिल, उष्थन কলিকাতায় শিল্পপ্রদর্শনীর উদ্বোধনকালে বড়লাট লর্ড মিণ্টো যাহা বলিয়াছিলেন, তাহাতেই এ বিষয়ে সরকারের মত < r s 2&tfzet--I say to the supporters of Swadeshi that if Swadeshi means an earnest endeavour to develop home industries in an open market for ܥܒܚܩܠ ܐܫܩܝ the employment and for the supply of the people of India, no one will be more heartily with them than myself. অর্থাৎ অবাধ-বাণিজ্য-নীতি অক্ষুন্ন রাখিয়া ভারতের লোকের জন্য ভারতে শিল্পপ্রতিষ্ঠায় তাহার {६.द्र श्लश् छ्द्म् ि। । কিন্তু সরকারের সদিচ্ছা থাকিলেও দেশে শিল্পপ্রতিষ্ঠার BBBB KKBB D DDSYSBuBD KDD DBBDBDS DBDDBDDBDY tDDS BBD0 KB DDuD S S BDDDB BBD BDDBDBBD সরকারী সাহায্য ব্যতীত হইবার সম্ভাবনা নাই। ইংলণ্ড ব্যতীত প্রায় সব দেশেই সংরক্ষণনীতি প্রবর্ত্তিত আছে; আমেরিকায় আবার রক্ষা শুল্কে যে ব্যবসার যত উন্নতি তহঁয়াছে, সে বাবাসা তত সরকারী সাহায্য পাইয়াছে। ইংল্যাণ্ডে ও শিল্প প্রতিষ্ঠা করিবার জন্য প্রথমে সরকারী সা%ায্য :ि ॐ श्रुंब्रिछिळ । এ দিকে দেশের লোক ও বুঝিয়াছিল, দেশে শিল্পপ্রতিষ্ঠা করিতে না পারিলে দেশের লোকের প্রবদ্ধমান দারিদ্র্য দূর হইবে না।--কেবল কৃষির ও চাকরীর উপর নির্ভর করিলে কোন জাতির সমৃদ্ধি বৰ্দ্ধিত হইতে পারে না । সরকার যখন দেশে শিল্প প্রতিষ্ঠার উপায় চিন্তা করিতেছিলেন। --দেশের লোক তখন নিশ্চিন্ত ছিল না । বাঙ্গালার छ्भ श्र्नथट्र-श्रऊि श्रश्न ८5छे८डशे कानण ख्रान्, ब्रह्म७ প্রচুর। বিশেষ এ প্রদেশে জমার বন্দোবস্তু চিরস্থায়ী, জমীর প্রতি লোকের মমত্ব অধিক -লোক জমা পাইলে আর কিছু চাচ্ছে না। তাই বাঙ্গালায় ভূসম্পত্তির যত আদর, তত আর কোন সম্পত্তির নহে। বিশেষ বাঙ্গালী বহুদিন ব্যবসাবাণিজ্যব্যাপারে লিপ্ত না থাকায় বাঙ্গালীর হন্তে DBB S B DBDY SDDD DDDD SS S MggL DBB BBSK SsEBB বাঙ্গালায় নুতন শিল্প-প্রতিষ্ঠা হয় নাই। তাহা হইয়াছে বোম্বাহ প্রদেশে। তথায় পুলি হাহতেই বহু র্যবসায়ীর হস্তে অর্থ সঞ্চিত ছিল-- সে অর্থ প্রয়োগসন্ধান করিতেছিল। বিশেষ তথায় পাশী সম্প্রদায় ব্যবসায়েই বিশেষভাবে আত্মনিয়োগ করিয়া হিসাবের খেরোর খাতাকে উপনিষদের গৌরব দিয়াছিলেন। র্তাহারা সেই সঞ্চিত অর্থে এ দেশে শিল্পপ্রতিষ্ঠায় অগ্রসর হইলেন। পূর্বে আমদানী রপ্তানীর কাঘই তাহারা বিশেষভাবে করিতেন, এখন দেশে কলকারখানা প্রতিষ্ঠিত করিতে অগ্রসর হইলেন। আর তঁহাদেরই দৃষ্টান্তে তাঁহাদের সঙ্গে সঙ্গে সে প্রদেশের অন্যার