পাতা:অনাথবন্ধু.pdf/৫২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

0. ordo - ܫܚܠܦ ܚ ܒ adm Persgras-extrapt বিনয় করিলেন । জ্যাও তঁাহার কথায় কর্ণপাত করিলেন না। অবশেষে উপায়ান্তর না দেখিয়া তিনি কনিষ্ঠকে অনেক অর্থ জাহাজভাড়া দিতে স্বীকার করিয়া তাহার সঙ্গে যাইবার অনুমতি পাইলেন। পিজারে সঙ্গে লইলেন-অনেক শস্য, পাঁচ ছয় জন চাষী, দুই তিন জোড়া বলদ, কতকগুলি মেষ ও কুকুটাদি গৃহপালিত পক্ষী এবং এক শত বিঘা জমী চাষ করিবার উপযুক্ত যন্ত্র্যাদি। জ্যেষ্ঠের সঙ্গে যাইবার জন্য এই সমস্ত দ্রব্যাদির আয়োজন হইতেছে জানিতে পারিয়া কনিষ্ঠ সঙ্গিগণসহ হাসিয়া আকুল। ভ্রাতাকে সমুদ্রপারে চাষের জিনিষ লইয়া যাইবার তাৎপর্য্য জিজ্ঞাসা করিলেন। পিড়রো তাহাতে বলিলেন যে, যখন তিনি উপযুক্ত পোতভাড়া দিয়া যাইতেছেন, তখন তাহার অভিপ্রায় জানিবার কাহারও অধিকার নাই। আর যদি জানিতে হয়, তাহা হইলে উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে গিয়া সকলে তাহা জানিতে পারিবেন। যাহা হউক, উভয় ভ্রাতা সঙ্গিগণসহ পোতারোহণে আটলান্টিক মহাসাগর পার হইয়া যথাসময়ে আমেরিকা পৌছিলেন। সেখানে উপস্থিত হইয়া পিন্ডুরো সমুদ্রতীরের অনতিদূরে উর্বর ভূখণ্ড নিৰ্বাচিত করিয়া ভূতগণদ্বারা তাহা ঘিরিয়া ফেলিলেন। পরে তাহার একপাশ্বে অনেকগুলি ঘর নির্ম্মিত হইল, সে ঘরগুলি দ্রব্যাদি রাখিবার এবং পশ্বাদি ও আপনাদের বাসের পক্ষে পর্য্যাপ্ত। উপযুক্ত সময়ে ভূমিকৰ্ষণ করিয়া তাহাতে গম, কলাই প্রভৃতি শস্য বপন করা হইল। জাহাজ হইতে অবতরণ করিয়া জ্যা ও অবিলম্বে সঙ্গিগণসহ স্বর্ণখনির উদ্দেশে খাদ্যদ্রবাদিসহ দেশমধ্যে রওনা হইলেন । এই সময় আমেরিকার সর্ব্বস্থানেই জঙ্গলে পরিপূর্ণ ছিল। এই দুৰ্গম অরণ্যাণীর মধ্যে স্থানে স্থানে অসভ্য আদিম-নিবাসিগণের ক্ষুদ্র ক্ষুদ্র পল্লী। অসভ্যগণ সর্ব্বথা শ্বেতকায় বিদেশীদিগের বিরুদ্ধাচরণ কিরিত। তাহারা এই প্রকার বিপদসংস্কুল দেশের মধ্যে বহুদূর যাইয়াও স্বর্ণখনি পাইলেন না। স্থানে স্থানে দেখিলেন, কেবল স্বর্ণখনির শূন্যগর্ভ খাদ । বহুদিন পূর্ব্বে তাহা হইতে র্তাহাদের স্বদেশেবাসিগণ স্বর্ণ আহরণ করিয়া লইয়া গিয়াছে । কোথাও আশানুরূপ সুবর্ণময় ভূমি না পাইয় তাহারা দেশের আরও অভ্যন্তরপ্রদেশে যাইবার সংকল্প করিলেন । কিন্তু সম্মুখে অতি দুৰ্গম প্রদেশ। নানাপ্রকার হিংস্ৰ জন্তুপরিপূর্ণ বনভূমি। খাদ্যাদিও ক্রমে শেষ হইয়া আসিতেছে। এই সমস্ত কারণবশতঃ জ্যাওর সঙ্গিগণমধ্যে কেহ কেহ भाब्र अश्किल गाशेप्ड अनन्नड श्लन। डिनि किद्ध জ্যেষ্ঠ ভ্রাতার বিদ্রপের আশঙ্কা করিয়া সঙ্গিগণকে উৎসাহিত कब्रिघा नभूग्रडोटल फिब्रिग्रा बांश्ड निएशक्ष कब्रिएलन (qय९ আর অল্পদুর গমন করিলে তঁহাদের এতদিনের পরিশ্রমের পুরস্কারস্বরূপ সুবিস্তীর্ণ সুবর্ণময়ী ভূমি পাওয়া যাইবে, তাহা অনাথবন্ধু। [ প্রথম বর্ষ, পৌষ, ১৩২৩ { ܫ ܫܒܩ

  • Apesans

তাহাদিগকে বার বার বুঝাইয়া দিয়া সকলের সঙ্গে অগ্রসর হইতে লাগিলেন । এই প্রকারো পর্য্যটন করিতে করিতে চারিমাস পরে তাহারা প্রচুর সুবর্ণমিশ্রিত মৃত্তিকাময় স্থানে আসিয়া উপস্থিত । দুর্ভাগ্যবশতঃ তখন তঁহাদের সঙ্গের খাদ্যাদি। প্রায় শেষ হইয়া আসিয়াছে। যাহা হউক, দিবারাত্র পরিশ্রম করিয়া তাহারা অতি অল্পকালমধ্যে ইছামত স্বর্ণপিণ্ড সংগ্রহ করিয়া সকলে প্রত্যাবর্ত্তন করিলেন । পথে খাদ্যদ্রব্য একেবারে শেষ হইল। এমন কিছু রহিল। না, যাহাদ্বারা ক্ষুন্নিবৃত্তি করিতে পারা যায়। ফলমূলাদি আহার করিয়া এই সুদীর্ঘ পথ অতি ক্রম করিতে হইবে । তাহাও পথের অনেক অংশে দুস্তম্প্রাপ্য । অখাদ্য খাইয়া অনেকে রোগগ্রস্ত হইলেন । দুই চারি জন পথে মৃত্যুমুখে BBDBD DDD DBDD SDC BBDEDDB SBD uuBD BBDBD পাইলেন । যাহারা রহিলেন, তঁাহারা অনাহারে পথশ্রমে মৃতকল্প হইয়া সমুদ্রতীরে আসিয়া উপস্থিত। এই সময়ের মধ্যে পিড়রোর ক্ষেণে প্রচুর শস্য জন্মিয়াছে। মেযাদি পশুপক্ষী চতুগুণ বৃদ্ধি হইয়াছে। সেই জনহীন স্থানে পিন্ড রোর নিকট ভিন্ন অন্ন কোন স্থানে খাদ্য পাওয়া যায় না । অগতা স্বর্ণ-অন্বেষণকারী সকলকে আসিয়া তঁহার শরণাগত হইতে হইল। পিড়রো জানিতেন যে, তাহার অদূরদর্শী ভ্রাতা ও তাহার সঙ্গিগণের শেষ এই দশা হইবে । বুঝিতে পারিয়া তিনি প্রচুর পরিমাণ খাদ্যাদি প্রস্তুত করাইয়া রাখিয়াছিলেন । ভ্রাতাকে জীবিত দেখিয়া তিনি মনে মনে যার পর নাই আনন্দিত হইলেন ; কিন্তু বাহ্যিক সন্তোষের কোন চিহ্ন প্রকাশ করিলেন না । তাহারা খাদ্যসামগ্রী প্রার্থনা করিলে তিনি তাহা বিক্রয় করিতে সম্মত হইলেন । কিন্তু ইহা ও বলিলেন যে, বিনিময়ে মাংসাদি খাদ্যের সমান ভার স্বর্ণপিণ্ড না দিলে তাহা পাওয়া যাইবে না । এই অযথা মূল্যের কথা শুনিয়া সকলেই মনে মনে অসন্তুষ্ট হইলেন। কিন্তু উপায়ান্তর নাই, সকলেই অনাহারে মরিতে বসিয়াছে। কাযেই পিড়রোর প্রস্তাবে স্বীকৃত হইয়া আপন আপনি স্বর্ণপিণ্ড বিনিময়ে সকলেই খাদ্য ক্রয় করিতে বাধ্য হইলেন । সপ্তাহের মধ্যে প্রায় সকলেরই কষ্টলব্ধ সোনার ঢেলা শেষ হইল । রহিল কেবল জাহাজখানি । কিন্তু দেশে ফিরিয়া যাইতে হইবে তা ? কাযেই তাহার মূল্য অবধারিত করিয়া সকলের জন্য খাদ্যের বন্দোবস্ত করা হইল । পিডরো তদেশবাসী উপযুক্ত লোকের উপর সেখানকার চাষবাসের ভার দিয়া অধিকাংশ দ্রব্যাদি জাহাজে উঠাইয়া সকলের সঙ্গে দেশাভিমুখে রওনা হইলেন। পথে আর কোন কথা হইল না। অনুকুল বায়ুর সাহায্যে সত্বর সকলে পোটুর্গাল পৌছিলেন। তখন পিডরো ভ্রাতাসহ সকলকে সম্বোধন করিয়া বলিলেন, “দেখ, আমি তোমাদিগকে স্বর্ণ