পাতা:অনাথবন্ধু.pdf/৫২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- sara ভগণের সহিত তাহদের শীঘ্র কেন্দ্র-ভগণ যোগ করিয়া পাত আনয়নের উপায় সিদ্ধান্তকারগণ লিখিয়াছেন,-পৃথিবীর ভ্রমণ স্বীকার না করিলে তাহার উপপত্তিই হয় না । পৃথিবীর ভ্রমণ সিদ্ধান্তকারদিগের অভিপ্রেত হইলেও তাহারা লোকপ্রতীতির জন্য সুর্য্যের ভ্রমণই বলিয়াছেন, ইহাতে গণনার কোন প্রকার বৈলক্ষণ্য ঘটে না । বহু প্রাচীন ভারতগৌরব আর্যভট বলিয়াছেন, -নৌকার আরোহিগণ তীরন্থ পর্ব্বতকেও যেরূপ নৌকার বিপরীতদিকে গমনকারী মনে করে, সেইরূপ পৃথিবীরই পশ্চিম হইতে পূর্ব্বদিকে ভ্রমণহেতু আমরা প্রভৃতিকে পশ্চিমগামী মনে করি। . তাহার উক্তি (4) Op অনুকুলগতিনৌ স্থঃ পশুত্যাচলং বিলোমগং যদ্বৎ । অচলানি ভানি তদ্বৎ সম পশ্চিমগানি লঙ্কায়াং ৷ আর্যভটের পরবর্তী লাল্লাচার্য্য, শ্রীপতি প্রভৃতি কুযুক্তিদ্বারা পৃথিবীর ভ্রমণ খণ্ডন করিতে চেষ্টা করিলেও গ্রহভাগণ তাহাই ঠিক রাখিয়াছেন, সুতরাং পৃথিবীর ভ্রমণস্বীকারেই বর্তমানকালেও আমাদের পঞ্জিকা প্রভৃতি গণিত হইতেছে। বাপুদেব শাস্ত্রী মহোদয় প্রাচীন জ্যোতিষাচার্য্যাশয়বর্ণন নামক পুস্তকে স্পষ্টভাবে ইহা কিঞ্চিদুদ্ধত প্রতিপাদনা করিয়াছেন, তাহা হইতে হইতেছে। अनार्थव। [ প্রথম বর্ষ, નો, ადRხ\ ভারতবর্ষীয়াঃ সকল মূলগ্রন্থকারা, সর্ব্বে গ্রহাস্তিরণীং পরিতে ভ্রমন্তীত্যভিপ্রেত্য গ্রহপাতভগণাননিরণারিযতেন্ত্যেতদুপপাদনার্থমুচ্যতে• • • • • • • • • • • • • • • VSV • ভোেমাদীনাং পঞ্চাণামপি গ্রহাণাং সুর্য্যকেন্দ্রকিং -- * ভ্রমণং সুলকারাণ অভিমতমিত্যবসীয়তে। অন্যথা তন্মতীয় পাতভগণপঠননেীচিত্যাৎ নাচ, • • • • • • • • • • • --সূর্য্যমভিতো গ্রহস্ৰমণমভিপ্রায়তা মান্যাচার্য্যানাং ভূমিং পরিতে ভ্রমণপ্রদৰ্শনমসঙ্গতমিতি বাচাং,লোকপ্রতীত্যনুসৃতয়ে লাঘবেন গোলস্থিত্যাবগতয়ে চ সূর্য্যধর্ম্মণাং ধরণ্যামারোপণাস্ত তৈরঙ্গীকরণাৎ। তদেব আরোপারসিকা আচার্য্যা বোধিলাঘবং লোকপ্রতীতিং চানুসরন্ত এবং কল্পনালাঘবেন সিদ্ধে অপি তরণিসহিতস্ত ভপঞ্জীরস্ত ধরণ্যাশ্চাচলত্ব চলত্বে অন্যোন্যস্মিন্নারোপ্যৈব। তাঁরণিং ভচক্রং চ চলং ধরণীং চাচলাং বর্ণাঞ্চকুরিত্যাপি প্রতীয়তে। ইত্যাদি। য়ুরোপীয়গণ সুর্য্যের স্থিরতা ও পৃথিবীর ভ্রমণ নির্ব্বিবাদে স্বীকার করিলেও যেমন তাঙ্গারাও সুর্য্যোদয় (Sunrise) 's firg (Sunset) eyf5 Y Tris করেন, সেইরূপ পৃথিবীর ভ্রমণস্বীকারে আমাদের গণনা চলিলেও সাধারণতঃ লোকে সুর্য্যের ভ্রমণ ও পৃথিবীর স্থিরতাই বলিয়া থাকে। সুতরাং বুঝা গেল, য়ুরোপীয় গণনা লইতে আমাদের কোন দোষ নাই। [ ক্রমশঃ ।