পাতা:অনাথবন্ধু.pdf/৭০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

/o কাজ করিলে কোন বিষয়ে প্রবঞ্চিত বা হতাশ হইতে হয় না এবং সৎকর্ম্মেও বিরাগ আসে না । অন্নপূর্ণ আশ্রমস্থাপনে প্রায় এক লক্ষ টাকা ব্যয় হইতে পারে। ৩০৩৫ হাজার টাকা হইলেই আমি এক প্রকার বন্দোবস্ত করিয়া আশ্রম প্রতিষ্ঠা করিতে পারি, পরে সাহায্যদাতৃগণের অভিপ্রায়মতে কার্য্য বৃদ্ধি করিতে পারা যায়। ভরসা করি, জনসাধারণমাত্রই আমাকে অন্নপূর্ণ আশ্রমপ্রতিষ্ঠাকল্পে সাহায্যদানে বৈমুখ হইবেন না এবং ঈশ্বরের নিকট আমার প্রার্থনা, যেন সকলে সুস্থ ও স্বচ্ছন্দে থাকিয়া, মঙ্গলময়ের আশীর্ব্বাদে ইহাতে যোগদান করিয়া জীবন সফল করিবেন । “অনাথবন্ধু”র আয় আশ্রমেই ব্যয় হইবে। যদি “অনাথবন্ধু”র পাঁচ হাজার গ্রাহক সংগ্রহ হয়, তাহা হইলে আশ্রমের জন্য অধিক সাহায্য আবশ্যক নাও ইহঁতে পারে। যাহারা কৃপা করিয়া অন্নপূর্ণ আশ্রমের জন্য সাহায্য করিতে ইচ্ছুক, এই অবসরে তাহারা যত মন্ত্র সাহায্যদান করিবেন, তত শীঘ্র আশ্রমকর্ম্ম সমাধা εξζί অবশেষে আমি সকলকে সত্বর ফটাে ও জীবনচরিত “অনাথবন্ধু”র বার্ষিক মূল্য ও অন্নপূর্ণ আশ্রমে (ՊՀՀ আমার আবেদন ;- ১ম। অনাথবন্ধুর বার্ষিক মূল্য ১০২ দশ টাকার জন্য। যাহ্বাদের জীবনকথা প্রকাশিত হইতেছে, তঁহাদেয়। নিকট হইতে অনু্যান ৫০০২ পাঁচ শত টাকা করিয়া অন্নপূর্ণ আশ্রমের জন্য সাহায্যদান। যাহারা বদন্য, তাহাদের নিকট হইতে আমি আরও অধিক আশা করিতে পারি। s Sጃ | ৩য়। ভারতীয় আভিজাতবর্গের য়্যালবামের মূল্য বাবদ ৩০. ০২ তিন শত টাকা । তবে র্যাহারা অগ্রিম দিবেন, তাহাদের আড়াই শত টাকা দিলেই হইবে । আমার মুরাবিব ও বন্ধুবৰ্গ—যাহারা এই মহৎ কর্ম্মে যোগদান করিবেন, এই আশ্রম তাঁহাদের দয়া ও গৌরবের স্মৃতিচিহ্ন হইবে, সন্দেহ নাই। বিনীত শ্রীকালীপ্রসন্ন মুখোপাধ্যায় প্রকাশক । বাহা দান করবেন, তাহা পাঠাইবার জন্য অনুরোধ ৭ নং ওয়াটারলু àìs, করিতেছি । কলিকাতা । سمجھ\Sکے <VNI