পাতা:অনাথবন্ধু.pdf/৬৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8So • অনাখিবন্ধু। [ øण वर्षं, शङ्खन्न, ७७.२७ ।। টুনের গৃহিণী আমনই ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, “তুমি যেমন ভাল, সন্ন্যাসীও তেমনই ভাল।” টুনো আয় কথা কহিল না। সন্ন্যাসীকে লইয়া ঘরের দাওয়ায় বসিল । সন্নাসী বলিলেন, “একটু মাটি আনিতে হইবে।” টুনো গৃহিণীকে একটু মাটি আনিতে বলিল । ক্রুদ্ধ ফণিনীর ন্যায় গৰ্জিয়া টুনের ঘরণী বলিল, “লক্ষ্মীছাড়া হাভাতে মিন্সে, আমি এখন মাটি কোথায় পা’ব ? উনুনটা ভেঙ্গে দেব?” টুনো ভয়ে জড়সড় হইয়া নিজেই একটু মাটি সংগ্রহ করিয়া আনিল। সন্ন্যাসী বলিলেন, “ঐ মৃত্তিকাটুকু চুর্ণ করিয়া একটু কাপড়ে ছাঁকিতে হইবে। একখণ্ড বস্ত্র চাই।” টুনো যেন ঘোর অপরাধীর মত জড়সড় হইয়া তাহার স্ত্রীকে বলিল, “একটু ন্যাকড়া দিতে পার ?” আর রক্ষা নাই। ব্রাহ্মণকন্যা পাগলের ন্যায় চীৎকার করিয়া উঠিল এবং নিজের-পরিধানের কাপড় ছিড়িতে উদ্ধান্তত হইল। তখন টুনো এক প্রতিবেশীর নিকট হইতে এক টুকুর ছিন্ন বস্ত্র আনিল । সন্ন্যাসী আবার কিছু ঘূত চাহিলেন । এবার টুনো তাহার স্ত্রীকে কিছু না বলিয়া নিজে দোকান চাইতে ধারে ঘূত আনিল, সন্ন্যাসী ঘূতটুকু মৃত্তিকায় মাখিতে লাগিলেন । ইহা দেখিয়া টুনের গৃহিণী ক্রোধে অগ্নির ন্যায় জ্বলিয়া উঠিল, চীৎকার করিতে করিতে বাড়ী হইতে বাহির হইল। এবং রান্তায় দাড়াইয়া নানা অকথ্যভাষায় নিজের স্বামীকে ও সন্ন্যাসীকে গালি দিতে থাকিল, তখন সন্ন্যাসী গাত্রোখান করিয়া টুনোকে বলিলেন,-“বাপুহে! তোমার এই দুৰ্দশ यूबिांब नम्र ! कथांब्र बल लौद्र डांशा क्षन, आब्र शूक्ष्यत्र ভাগ্যে জন। তা বাবা, যার বাড়ীতে এত অশান্তি, স্ত্রীপুরুষে যেখানে কলহ, সেখানে কখনই লক্ষ্মীশ্রী হয় না । যাহার ঘরে তৃপ্তি নাই, ভগবান তাহার শ্রীবৃদ্ধি করেন না। তোমার কষ্ট কখনই ঘুচিবে না।” এই বলিয়া সন্ন্যাসী প্যানা বাড়িয্যের বাড়ীতে গেলেন। প্যানার স্ত্রী সন্ন্যাসীকে দেখিয়া সাষ্টাঙ্গে প্রণিপাত করিল এবং সন্ন্যাসী যাহা যাহা চাহিয়াছেন, তাহা সমস্তই চেষ্টা করিয়া আনিয়া দিলেন। তখন সন্ন্যাসী প্যানাকে কহিলেন, SBDS DBBD KD BD DDBDDSDBBY DBDBB DBDBS বার কথা নহে। তুমি কষ্ট স্বীকার করিয়া কিছু উপার্জন করিতে চেষ্টা কর, তাহা হইলে তোমার কোন কষ্ট থাকিবে না । তোমার গৃহে যখন শান্তি আছে, তখন তোমার লক্ষ্মীশ্রী হইবেই হইবে। তবে কখনও আলস্যা করিও না । পুরুষের কাজ আহরণ । অন্ততঃ বাড়ীতে আসিবার সময় একগাছা কঞ্চি সংগ্রহ করিয়াও বাড়ীতে প্রবেশ করিবে ।” সন্ন্যাসী চলিয়া গেলেন । প্যান সন্ন্যাসীর কথামত কার্য্য করিবে বলিয়া মনে মনে দৃঢ় সঙ্কল্প অটল। সে লেখাপড়া জানিত না । সুতরাং লেখাপড়ার কার্য্য করিতে চেষ্টা না করিয়া সে অন্য উপায়ে কিছু উপার্জনে মন দিল এবং বিশেষ পরিশ্রম করিয়া আপনার দীনতাকে নির্বাসিত করিলা ।