পাতা:অনাথবন্ধু.pdf/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RNR দীক্ষিত ।। ৬/গঙ্গাধর রায় চৌধুরী মহাশয়ের পুল রায় শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় রায় চৌধুরী বাহাদুর ১৮৭৯ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করিয়াছেন । ইনি সংসারে প্রবেশের পক্ষেই বহু দৈববিড়ম্বনায় বিশেষরূপ মানসিক অশান্তিভোগ করিয়াছিলেন । ধৈর্যাবলম্বনদ্বারা বিধি-বিড়ম্বন হইতে ত্রাণ পাইয়া ইনি পূর্ব্বপুরুষগণের যশ ও কীর্ত্তিরক্ষার জন্য সতত যত্নবান আছেন। ইহার চেষ্টায় ও যত্নে স্থানীয় বহু বিষয়ের উন্নতি সাধিত হইয়াছে এবং হইতেছে। বিশেষ যোগ্যতার সহিত পঞ্চদশ বৎসরকাল যাবৎ ইনি অবৈতনিক ম্যাজিষ্ট্রেটপদে কার্য্য করিতেছেন এবং গত ৪ বৎসর যাবৎ রঙ্গ সুর ডিষ্ট্রক্ট বোর্ডের ভাইস চেয়ারম্যানের পদে প্রতিষ্ঠিত থাকিয়া বিশেষ দক্ষতার সহিত কাব্য পরিচালন করিতেছেন। গবর্ণমেণ্টক ঝুঁকি প্রতি বাৎসরিক কার্য্য সমালোচনার রিপোটে ইহাকে বিশেষ ধন্যবাদ প্রদ বৃত্ত হইতেছে। ইনি লণ্ডন রয়েল এসিয়াটিক সোসাইটিার এক জন সভ্য। বঙ্গ সাহিত্য ইহার বিশেষ অনুরাগ দৃষ্ট হয়। দ্বিজ কমললোচন প্রণীত চণ্ডিকা-বিজয় গ্রন্থ রংপুর-সাহিত্যপরিষদ হইতে ইহার বায়ে মুদ্রিত হইয়া প্রকাশিত হাহঁয়াছে। স্থানীয় চিকিৎসালয় ও বিদ্যালয় প্রভৃতির ও ইনি সম্পাদকতা অতি দক্ষতার সহিত করিতেছেন। ঐ সকল জনহিতকর এবং অন্যান্য সকল সংকায্যেই ইহার বিশেষ ड९नाश् qद९ अश्नi१ां टूछे श्घ्र। श् २००२, २२३ टिनश्रद्ध অনাথবন্ধু। [ প্রথম বর্ষ, অগ্রহায়ণ, ১৩২৩৷৷


سـكـسـ - Vyr se

দিল্লীর বিরাট অভিষেক-দরবারে গবর্ণমেণ্ট ইহাকে দরবার মেডেল এবং একখানি “সাটিফিকেট অব অনার” প্রদান করেন । তৎপরে ইহার গুণগ্রাহিতার জন্য গত ১৯১২ খৃষ্টাব্দের ২৪শে জুন ভারত-সম্রাটের জন্মতিথি উপলক্ষে ইনি “রায় বাহাদুর” উপাধি, প্রাপ্ত হইয়াছেন । কুণ্ডি চেরিটেবল ডিসপেন্সারী ইহার উদ্যোগে ও যত্নে স্থাপিত হইয়া বহু দরিদ্রের জীবনরক্ষা করিতেছে । রংপুর পাবলিক লাইব্রেরীর উন্নতিকল্পে ইনি বহু অর্থ দান করিতেছেন ও রংপুর কারমাইকেল কলেজ স্থাপনজন্য যে বিস্তুতি ভূমিখণ্ড গ্রহণ করা হইয়াছে, তন্মধ্যে ইহার অংশের যে সমুদায় জমি পড়িয়াছে, তাহা ইনি দান করিয়াছেন। ইহার সংগৃহীত প্রাচীন মুদ্রা ও অন্যান্য অনেক দ্রব্য বিশেষ দর্শনীয়। ঐ প্রকার প্রাচীন মুদ্র সংগ্রহ এক ভারতীয় চিত্রশালা ছাড়া অন্যত্র দৃষ্টিগোচর হয় না। রায় বাহাদুরের স্বধর্ম্মনিষ্ঠা, মহানুভবতা, জনহিতৈষণা ও অমায়িক তা প্রভৃতি সদ গুণ বিশেষ প্রশংসনীয়। ইহার একটি পুত্রসন্তান জন্মিয়াছে। রায় বাতাতুরের বয়স অধিক BBBDS SDD BDDD BDDBD JJu BBD BDBDD BDBBBSDD S ভগবদরুপায় সুস্থদেহে দীর্ঘজীবন লাভ করিয়া ইনি উত্তরোত্তর আর ও সশস্বী ঔউন ও রাজদ্বারে অধিকতর উচ্চসম্মান লাভ করুন, এই প্রার্থন ।