পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৷৷৵৹ ]

 “নিবারি শশির শোভা কুমুদী সহিতে
না হতে সুখের লেশ রজনী হইল শেষ।
চকোরী চাঁদের আশা ত্যজিল দুঃখেতে,,॥ ১॥

এই সংগীত সংগ্রাম শ্রবণ ও দর্শন করত নগরস্থ সমস্ত বিশিষ্ট লোক অপর্য্য়াপ্ত আনন্দসাগরে অভিষিক্ত হইয়াছিলেন। এই রূপ সখের আখড়াই স্থাপিত হইলে ব্যবসায়ীদিগের আখড়াইয়ের দল একেবারে উঠিয়া গেল।

বাঙ্গালার মধ্যে আখড়াই গাওনাব অনেক সভ্যতা ও পাণ্ডিত্য আছে কিন্তু আক্ষেপের বিষয় এই যে অতি অল্প কালের মধ্যেই এই ব্যাপার একেবারে লোপ হইয়া গেল।

কয়েক বৎসর হইল বাবু কৃষ্ণমোহন বশাখ বিস্তর অনুরোধ করিয়া নিধুবাবুকে লইয়া মাহেশের স্নান যাত্রার মেলা দেখিতে গিয়া অষ্টাহ নৌকার উপরেই বাস করেন তাহার মধ্যে এক দিবসও সংগীতের আমোদ হয় নাই কেবল বাবুর বাক্ কৌশলে ও রসিকতাতেই সকলে সন্তুষ্ট হইয়াছিলেন তিনি অতিশয় রসিক হইয়াও অত্যন্ত গম্ভীর ছিলেন তাঁহার মুখের পানে মুখ করিয়া “বাবু একটা গান করুন,, এমত কথা কহিতে কাহারে সাহস 'হইত না, তিনি দীর্ঘজীবী হইয। কালযাপন করিয়াছেন।

বটতলার আমোদের স্থান ভঙ্গ হইলে বাগবাজার নিবাসী ৺ দেওয়ান শিবচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের যত্নে ও সাহায্যে ঐ বাগবাজারস্থ ৺ রসিকচাঁদ গোস্বামির ভবনে কিছু দিন বাবুর বৈঠক হয় সেই স্থানে আহ্লাদের ব্যাপার অতি বাহুল্য রূপেই হইয়াছিল তথায় বসিধা সময়ে২ যে সকল গীত রচনা করিতেন তাহার ভাব ও রাগ অতি মনোহর হইত। ৺ রাজা রাজবল্লভ রায়ের কালোয়াৎ “আবুবরসখাঁ,, তচ্ছ্রবণে কহিয়াছিলেন একাধারে এক ব্যক্তি হইতে এরূপ হওয়া অত্যন্ত অসম্ভব অতএব দৈব শক্তি ব্যতীত কখন এমত সম্ভবে না।