পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিজ্ঞাপন৷



 এই পশ্চাতের লিখিত কবিতা সকল আজন্মকালাবধি প্রশংসিত থাকা প্রযুক্ত ইহার প্রশংসা এস্থলে আর অধিক কি করা যাইতে পারে, কবিতা সকল আপনার উত্তমতার পরিচয় আপনিই প্রদান করিয়াছেন এবং করিতেছেন।

 সন ১২৪৪ অব্দে কবিবর মহোদয় যে২ উপদ্রব বশত এই গ্রন্থ মুদ্রাঙ্কিত করিয়াছিলেন সে সমস্ত বৃত্তান্ত এই পুস্তকের ভূমিকীয় প্রকাশ আছে দেখিলেই বুঝিতে পরিবেন।

 অনেকে কহিয়া থাকেন যে যে সকল কবিতা লোকে নিধুবাবুর বলিয়া শুনাইয়াছে এবং যে সকল কবিতা আমরা জ্ঞাত আছি সে সকল কবিতা এই গ্রন্থমধ্যে পাওয়া যায় না। তাহার কারণ এই যে যে সকল গীত তাহার বলিয়া মহাশয়েরা জানেন এবং যাহা তাঁহার বলিয়া শুনায় সে সকল তাঁহাৰি গীত বটে কারণ তাহার গীত অসঙ্খ্য, সে গীত সকলের আদর্শ রাখা হয় নাই বলিয়া ইহার ভিতর সন্নিবেশ হয় নাই, আর যখন সে সকল গীত রচনা হইয়াছিল, তখনকার লোক পরম্প্রায় মুখে২ শিখিয়া রাখিয়াছিল, সে সকল গীত এইক্ষণে সংগ্রহ কিম্বা সংশোধন করিবার উপায় নাই তাহার ভিতর বিস্তর অশুদ্ধ পদ এবং কথা শুনিতে পাওয়া যায় এ নিমিত্তে নিরস্ত রহিতে হইল। ইহাতে মহাশয়েরা ক্ষোভিত হইবেন না।

 অপরঞ্চ যে সকল গীত এই পুস্তকে মুদ্রাঙ্কিত হইল ইহা অতি উত্তম এবং সংশোধিত, ইহার রচনা এবং ইহাতে যে সকল, রাগ রাগিণী যুক্ত হইয়াছে সে সকল অতি উত্তম এবং মনোহর