পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[  ]
ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 যুগল খঞ্জন হেরি বদন কমলে। প্রাণ।
ভূপতি না হয়ে প্রাণ যাইছে বিফলে॥
সবে ধন মন ছিল, হেরিয়া তা হারাইল।
লাভত হইল তাল গেল বিনি মূলে॥ ১॥

 তোমার সাধনা করি সাধ না পুরিল।
মনের যে সাধ তাহা মনেতে রহিল॥
তোমা বিনা কোন্‌ জন, তুষিবে আমার মন,
জানিয়া না কর তুমি বিষম হইল॥ ১॥

 কেন পিরীতি করিলাম মজিলাম হায়।
পিরীতি করিয়া সখি একি হলো দায়,
কহিতে সে সব দুঃখ প্রাণ বাহিরায়॥
মনে করি না তুলিব তাহার কথায়,
দেখিলে তাহার মুখ দুঃখে হাসি পায়॥ ১॥

 এই কি তোমার প্রাণ ছিল হে মনে।
যাচিয়া যাতনা দিবে জানিব কেমনে॥
অবলা সরলা অতি জানিয়া মনে।
ছলেতে ভুলালে ভাল সুধা বচনে॥ ১॥

 নয়ন অন্তরে অন্তরে তোরে নিরখি মন নয়নে।
চাক্ষুষে যতেক সুখ, তত কি হয় মননে॥ ১॥