পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[  ]
ভৈরবী। তাল জলদ্‌ তেতালা।

 মন কোথা আছয়ে হে বল অন্য মন। প্রাণ।
যা আছে তোমার কাছে ভূমি কি না জান॥
তব ধ্যান দিবা নিশি,করি এই অভিলাষী,
ইহা বিনা প্রিয় আর, না জানি কখন॥ ১ ॥

 তুমি হলে রাজেন্দ্র আমি তব দাসী।
তোমার অধিনী হয়ে থাকি ভালবালি॥
করি অনেক সাধন, এমন হয়েছে মন।
ইহাতে সদয় থাক, সুখী দিবা নিশি॥ ১ ॥

 তুমি মোর সুখের কারণ প্রিয়সি।
সদা উল্লাসিত চিত হেরি মুখশশী॥
রাজেন্দ্র যদি লো আমি, রাজেন্দ্রাণী হলে তুমি।
উভয় পিরীতে হয়, দাস কেহ দাসী॥ ১ ॥

 না বল্যা গেল কেমনে, মনেরে প্রবোধি কেমনে।
বিচ্ছেদ বিষ অনলে জ্বলি দুই জনে॥
বলা না বলিতে বটে, বিচ্ছেদ ইহাতে ঘটে।
তথাপি কারণ জানি, থাকি আন মানে॥ ১ ॥

 এক পল বিপল না হেরি ওলো হতো মোর নয়ন সজল।
অধিক বিলম্বে এবে, সে জল শুকায়ে গেল॥
অন্তরে জ্বলিছে অতি বিরহ অনল।
নিশ্বাস পবন তাহে, সহকারি করে ভাল॥ ১ ॥