পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১০ ]
খট। তাল জলদ্‌ তেতালা।

 প্রেম সুখের সাগর জানি প্রথমেতে।
যতন করিয়ে প্রাণ সঁপিলাম তাহাতে৷৷ ২ ৷৷
হইল রতন লাভ কথায় কত কহিব।
দুঃখ উপজিবে ইথে ছিল ন মনেতে৷৷ ৩ ৷৷

মনের যে আশা তাহা যদি না পূরিত।
তবে কি পরাণ কেহ, রাখিতে পারিত৷৷
দেখনা চাতকী ঘন, দিব নিশি করে ধ্যান,
বারিদানে তোবে তীরে মা রাখে তূষিত৷৷ ১ ৷৷
তার সাক্ষী প্রদীপ পতঙ্গ আসিত।
হইয়ে আগেতে, দেখ হয় প্রজ্বলিত৷৷ ২ ৷৷
তার আশা পুরাইতে, পতঙ্গ পুলক চিতে,
আপনি জ্বলয়ে তাতে, রাথিতে পিরীত৷৷ ৩ ৷৷

বিভাস। তাল জলদ্‌ তেতালা।

 তুমি মোর প্রাণ ধন মন সকল ওলো,
এই সে কারণে আমি হইলাম রাজেন্দ্র।
নির্ভর শরীর মোর, উল্লাসিত অন্তর,
হৃদয়ে উদয় সদা প্রেম পুর্ণচন্দ্র৷৷
জ্বলিয়ে বিরহানলে, এবে মিলনসলিলে, হয়েছি সূস্থির।
রিপুগণ নিজ জন, দুই এবে প্রয়োজন, এমন সময়ে মম,
দেখনা কি সুন্দ্র৷৷ ১ ৷৷