পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১ ]
বিভাস কল্যাণ। তাল জলদ্‌ তেতালা।

 মঙ্গলাচরণ কর সখীগণ আইল মনোরঞ্জন
গাও এমন কল্যাণ।
নয়ন কলস মোর, আনন্দ সলিল পুর,
ভুরু আম্রশাখা তাহে বাখান৷৷
কেহ কর অধিবাস, কেহ শঙ্খে পুর শ্বাস, হয়ত বিধান।
কেহ বা বরণ কর, কেহ শুভ ধ্বনি কর,
যৌতুক স্বৰূপ মোরে দেহ দান৷৷ ১ ৷৷


ললিত বিভাস। তাল জলদ্‌ তেতালা।

 এমন সুখের নিশি কেন পোহাইল।
কহিতে না পারি আমি কত খেদ উপজিল৷৷
নিশির তিমির গুণ, তাহে মন সুখী ছিল।
তমোহন্তি দিবাকর হেরি মনঃ কালী হলো৷৷ ১ ৷৷

শ্যাম। তাল জলদ্‌ তেতালা।

 মানে কারো সমাদর থাকে কি কখন।
ইথে মনো ভার, বলনা তোমার, হইল কেন॥
জ্বলিলে মানআগুন, কেমন করয়ে প্রাণ,
বোধ নাহি থাকে তখন।
তুমি যত সাধ, উপজয়ে ক্রোধ, বোঝ বচন॥ ১ ॥