পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৩ ]
কালাংড়া। তাল জলদ্‌ তেতালা।

 আদর্শে দর্শন মুখ, সৌন্দর্য্য হয় অধিক, ৰূপেৰ
যতন, তোমার কারণ, জানে হে তোমার আঁখি॥ ১ ॥

 মিলনে যতেক সুখ মননে তা হয় না৷
প্রতিনিধি পেয়ে সই নিধি ত্যজা যায় না॥
চাতকীর ধারা জল, যাহাতে হয় শীতল,
সেই বারি বিনা আর, অন্ত বারি চায় না॥ ১ ॥

 মনে২ মান করিলে হে প্রাণ প্রকাশ বদনে।
হুতাশন আচ্ছাদন হয় কি বসনে॥
যে যার অন্তরে থাকে, অন্তর অন্তরে দেখে,
মান কি কথন প্রাণ থাকয়ে গোপনে॥ ১ ॥

 হেসে২ প্রাণ, করিলে পয়ান, হানিয়া নয়নে।
সেই অবধি মোর মন, গেল কোন খানে॥
আমার ভরসা করি, শূন্ত দেহ আছি ধরি,
সচেতন হব তবে, পুনঃ দরশনে॥ ১ ॥

 যে গুণে ভুলালে অবলা সরলে সে কি গুণ গুণমণি।
আমার কি আছে গুণ, বুঝিব তোমার গুণ,
নিজ গুণে বল শুনি॥
শয়নে স্বপনে আর, অদর্শনে নিরন্তর,
মননে দেখি তোমারে, ভুলি আমি আপনারে,
চাক্ষুষে সুখে তেমনি॥ ১ ॥