পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২০ ]
সরফরদা কালাংড়া। তাল জলদ্ তেতালা৷

এক মুখে কি কহিব হলে শতানন।
তথাপি নাহি পারিব, কহিতে আমি কখন॥ ১ ॥

সরফরদা। তাল হরি ৷

 হে প্রাণনাথ নয়ন অন্তরে তুমি যাইওনা।
প্রবল বিরহানলে, জ্বালাইও না॥
এসোহে নয়নে রাখি, পালক মুদিয়ে থাকি,
না দেখ না দেখি কারে, এই বাসনা॥ ১ ॥

তাল জলদ তেতালা।

 কেমনে বল তারে ভুলিতে।
প্রাণ সঁপিয়াছে যারে, অতি যতনেতে॥
ইথে যদি দুখ হয়, হইবে সহিতে।
দিয়ে ফিরে লওয়া এবে, হয় কি মতেতে॥ ১ ॥

 আর কি দিব তোমারে সঁপিয়াছি মনঃ।
মনের অধিক আর, আছে কি রতন॥
ইহার অধিক আর, থাকে যদি জীন।
তাহা দিতে নহি আমি, কাতর কখন॥ ১ ॥

 মিলয় অমিয় পান করিতে বাসনা মনে।
এহেতু বিচ্ছেদ বিষে, হয় জ্বালাতনে॥