পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২১ ]
সরফরদা। তাল হরি ৷

 নহে সুখী নহে দুখী, প্রেম নাহি জানে।
সুখী দুখী সেই সখী, এ রস যে জানে॥ ১ ॥

 কেন বিধি নিরমিল কমলে কণ্টক।
দেখ শশধর, নাশয়ে তিমির, তাহে করিল কলঙ্ক॥
বিষধর মণি ধরে, মুকুতা শুক্তি উদরে।
এমন বিচার, সংসারে যাহাব, ইথে খেদের কি অন্তক॥ ১ ॥

 এখন কোথা তারা নাথ বিহনে।
নিদ্রা রিপু হয়ে, মারিত জ্বালায়ে,এবে না আইসে যতনে॥
কোথা সেই হাসি গেল, কোথা গেল মান,
এবে সে এই হইল, লাভ হে রোদন।
অঙ্গে আভরণ, ন সহে এখন, দহিছে কেবল মদনে॥ ১ ॥

 বলনা আমারে সই বাঁচিব কেমনে।
প্রাণ সঁপিলাম যারে, না হেরি নয়নে॥
এমন হইবে আগে, নাহি জানিতাম,
জানিলে এমন প্রেম, নাহি করিতাম,
পিরীতে এইত সুখ, সংশয় জীবন॥ ১ ॥

 বিচ্ছেদেতে যায় প্রাণ না পারি রাখিতে।
কাতর নয়ন মনে, লাগিল কহিতে॥
শুনি মন করে ধ্যান, প্রাণেরে বাঁচাতে।
চক্ষুষ বিহনে নাহি, উপায় ইহাতে॥ ১ ॥