পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত । তাল জলদ তেতাল । এমন সময়ে মই জাইল না কেন । বুঝি করিয়াছে রোষ, বুঝায় এমন । দেখিতে এত যতন, দেখিলে পাই রতন, দেখা নাহি দেয় কেন, করে জ্বালাতন || ১ { কি কহিব যামিনী পোহtয় । এখন না আইল রহিল কোথায় । তাহারে ভাবিয়ে নিশি, জাগিয়া ছিলাম বসি, নিশির যে সুখ তাহ দিবসে কি পায় । শরীর অীপন নহে, অস্তেরে অাপন কহে, এত বড় দtষ । সে কেন বুঝিবে দুখ, তবু তার তরে ফুখ, করিয়ে এখন দেথ প্রাণ বাহিরায় । ১ }} ললিত ভৈরব । তাল জলদ তেতাল । সুধাংশু অধিক প্রাণ সুন্দর তব বদন কমল ধনি { জন্ম পুর্ণ শশধর,এখন হ্রাস তাহার,তোমারে সুন্দর জানি । এবে ক্রমে পুর্ণ হয়, তব মুখ সম নয়, লাজ পেয়ে হয় ক্লাস, দেহেরে কর যে নাশ, মনে অভিমান গণি II ১ { বড়র নিকটে ছোট, গেলে হয় মাথা হেট । এক পদ আগু করে, এক পদ পিছে ধরে, বুঝিবে রীত এমনি। ২।