পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8号 किर्शिशि বণিক পর্তুগাল হইতে তাড়িত হইয়া, আফ্রিকার উত্তরপশ্চিমাঞ্চলে সমুদ্রোপকুলে রাজ্যভোগ করিতেন। অশান্ত পর্তুগাল দেখানে উপনীত হইয়াও মুসলমান-রাজ্য বিধ্বস্ত করিবার জন্য লালায়িত হইয়া উঠিয়াছিল। এই কাৰ্য ধৰ্ম্মসঙ্গত বলিয়া, খৃষ্টান ইউরোপ, জয়ধ্বনি করিয়া, পর্তুগালকে নিরন্তর উৎসাহদান করিতে প্ৰবৃত্ত হইয়াছিল । ইংলণ্ডের ধনু ধরগণ ইংলণ্ডাধিপতির জামাতার সমরবিজয়ের সহচর হইবার জন্য, সগৰ্ব্বে আস্ফালন করিয়া উঠিয়াছিলেন। আয়োজনের ত্রুটি হইল না। ;-জীবন-বিসর্জনের অবধি রহিল না। ;- আত্মত্যাগের পুণ্যকীৰ্ত্তিতে খৃষ্টান-সমাজের ধৰ্ম্মোন্মাদ শতগুণে বদ্ধিত হইতে লাগিল ;-তথাপি মুসলমান শক্তি সহসা পিপীলিকার ন্যায় পদবিদলিত হইতে সন্মত হইল না । মুসলমানগণ অভেদ্য কিউটা-দুর্গের আশ্রয় গ্ৰহণ করিয়া, অসিহস্তে আত্মরক্ষার জন্য বীরদ পোঁ দণ্ডায়মান হইল। তাহাদের উপর সমুদ্রতরঙ্গের ন্যায় শত্রুসেনাতরঙ্গ প্ৰবল গর্জনে পুনঃ পুনঃ আস্ফালন করিয়া, আঘাত করিতে লাগিল ;-তথাপি মুসলমানগণ বিচলিত হইল না ! পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে এই সকল শক্তি পরীক্ষায় পর্তুগালের দিগ্বিজয়-লালসা উত্তরোত্তর প্রবল হইয়া উঠিল । রাজকুমার হেনরী অষ্টাদশ বর্ষে পদার্পণ করিতে না করিতেই, সেনানায়ক হইয়া, মুসলমান-বিজয়ের জন্য আফ্রিকার সমুদ্রোপকূলে প্রেরিত হইলেন। হেনরী বিজয়লাভ করিলেন । যে মুসলমান দুর্গ এতকাল অভেদ্য বলিয়া সুপরিচিত ছিল, তাহা অবরুদ্ধ হইল। মুসলমানের শেষ আশ্ৰয়স্থল অধিকার করিবার আশায়, হেনরী অসাধ্যসাধনে কৃতসংকল্প হইলেন। তঁহার চরিত্যাখ্যায়ক এই দুৰ্গজিয়-কাহিনীর বর্ণনা করিবার সময়ে, হেনরীর অসাধারণ আত্মত্যাগের কথা পুনঃপুনঃ কীৰ্ত্তন করিয়া গিয়াছেন। সে দিন মুসলমান-সেনা প্ৰাণপণে আত্মরক্ষার চেষ্টা করিয়াছিল। তাহদের প্রবল প্ৰতাপে খৃষ্টান-সেনা পুনঃপুনঃ দুর্গমূল হইতে,