পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্যোগ। ৩রা জানুয়ারী ব্রিটিশ সৈন্য, দুৰ্গাক্রমণের জন্য কটী সুবিধাজনক স্থানে সুদৃঢ়ভাবে এবং সুশৃঙ্খলতা সহকারে অবস্থিতি করিতে লাগিল। পর। দিন, ত্রিটিশ শিবির হইতে, বহুদূরে অবস্থিত, একটী বাগান অধিকার করিয়া, সেনাপতি মেটলাণ্ডের অধীন সৈন্যসমূহ পরিখাদি প্ৰস্তুত করিালেন। পরদিন রাত্রিকালে দুর্গ প্রাচীর ভগ্ন করি।-- ৰার উদ্দেশ্যে ছয়টীি মৃত্তিকা স্তপে ছয়টীি বড় বড় কামান স্থাপিত হইল । এই সময় ব্রিটিশবীির বহু রণজিয়ী, লর্ড লেক একবার ভরতপুর সহর ও দুর্গের প্রতি দৃষ্টিক্ষেপ করিয়া মনে মনে তাহ অঙ্কিত করিয়া লইলেন । সে দুর্গ ও সেহরা দেখিয়া, দিল্লীজয়ী, আলিগড়জয়ী, দুৰ্ভেদ্য দুর্গ ত্তিগজয়ী, বীর-কেশরী লাভ লেক কি ভাবিয়াছিলেন, তাহা বলিব কেমন করিয়া ? তবে गऐ फूीझ बौद्ध चउ8°ान्न ठूीव्र ७ मश्रब्रह्न चाहाপান্ত পৰ্য্যবেক্ষণ ও বিশ্লেষণ করিয়া, যাহা লিপিবদ্ধ করিয়া রাখিয়া গিয়াছেন, তাহারই সংক্ষিপ্ত সার