পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8 প্ৰথম ভরতপুর-যুদ্ধ। নিক্ষেপে অদ্বিতীয়। ইংরেজ সৈন্য তাহাতেই অস্থির। আর তাহারা উঠিতে পারিল না। লেফটেনাণ্ট মানসার নিরূপায় ভাবিয়া সৈন্যদিগকে ভগ্ন স্থানের নিম্নভাগে বসাইয়া দিয়া, দলভ্ৰষ্ট মেটলাণ্ডের ও র্তাহার সৈনিকদিগের অন্বেষণে প্রবৃত্ত হয়েনি। উভয়ে পথিমধ্যে সাক্ষাৎ হয়। উভয়েই त्रूनद्राव्र उभ्रंशान चांगन कांद्रन । बाहेबांद्र (गप्रेলাও, তরবারী সঙ্কেতে সাহসিক সুচতুর সৈন্যদিগকে উপরে উঠতে আদেশ করিলেন । এদিকে মেজর হকস দুৰ্গদ্বারের বহির্ভাগে শত্রুদিগকে আক্রমণ করিয়া তাহাদিগকে পরাভূত করেন ; এবং কামানগুলির রঞ্জিত ঘর বন্ধ করিয়া দেন। পরে তিনি মেট ল্যাণ্ডের সহিত মিশিবার জন্য প্ৰত্যাগমন করেন । এদিকে কর্ণেল রিয়ান, দুৰ্গদ্বারের শত্রুদিগকেও পরাভূত করেন। পরে তিনি সসৈন্য দ্বারের মধ্যে প্ৰবেশ করিবার চেষ্টা করেন। স্বারের সম্মুখে क्ल१, थान। c5छे वार्थ श्ल। डिनि जनश्J মেটালাণ্ডের সৈন্যকে সাহায্য করিবার জন্য ফিরিয়া আসেন। ক্রমে রাত্রি ঘোর হইল অন্ধকারে আর