পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

p প্ৰথম ভরতপুর-যুদ্ধ। था छठन ; किख ७ब्रउलू जूचि श्रद्धच ७ (य डेलाग যে বিক্রম, যে সাঙ্গস, যে অধ্যবসায় দেখাইয়াছেন, তাহা শুনিলে বিস্ময়ান্বিত হইতে হয়। এত সাহস ; এত বিক্ৰম দেখাইয়া ইংরেজকে বোধ হয়, আর কোন স্থানে এতাদৃশ পরাভব স্বীকার করিতে হয় নাই। আরাতির দুর্গবিরোধে ইংরেজকে আর কোথাও এত কষ্ট পাইতে হয় নাই। মিল, ম্যালিসন প্ৰভৃতি ইংরেজ ইতিহাসলেখকেরা এ কথা স্পষ্টাক্ষরে স্বীকার করিয়াছেন। ভরতপুর যুদ্ধ পৃথিলী-প্ৰসিদ্ধ হওয়া উচিত পৃথিবী প্ৰসিদ্ধ হওয়া দূরের কথা, ভারত প্ৰসিদ্ধহঁ বা কৈ ? বাঙ্গালার কয়জন, এ যুদ্ধের কথা জানে ? কোন কোন আধুনিক শিক্ষিত বিশ্ব বিদ্যালয়ের সর্বোচ্চ উপাধিধারী “সর্বজ্ঞ” নামে সুপরিচিত কৃতবিদ্য ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়া দেখিয়াছি,-“ভরতপুরে কিরূপ যুদ্ধ হইয়াছিল” ? তাহারা কেবল একটু ऐनकांव्र गृहैिऊ कोंकि कब्रिश्न, धाकट्टे छेिकौद्र হাসি হাসিয়া “সৰ্ব্বজ্ঞতা”ই বিজ্ঞাপিত করিয়া থাকেন.মাত্র । এ পুস্তক অবশ্য সে সব “সর্বজ্ঞ” বিশ্ববিদ্যালয়ী বিদ্যা-দিগু-গজেদের জন্য নহে।