পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\96 প্রথম ভরতপুর-যুদ্ধ। নাই। তাহারা সরিয়া গিয়া, প্রাচী:ে { 'পশ্চাদৃভাগে সতর্ক ভাবে কেবল যুদ্ধার্থ প্ৰস্তুত হইয়াছিল। ইংরেজ অগ্রসর হইলে, তাহারা ইংরেজকে আক্ৰমণ করিবে, ইহাই তাহদের অভিপ্ৰায় । ইংরেজের অবিরল গোলাঘাতে প্রাচীরের এক স্থান ভাঙ্গিয়া যায় । যে স্থান ভগ্ন হইয়াছিল, তাহার নিকট পরিDD BDSOKKS S DBDBSBDBDD KB DD DBDY কি দুর্ঘট, তাহা নির্ণয় করিবার আবশ্যক হয়। কিন্তু কে তাহ নিৰ্ণয় করে ? এমন সাহস কাহার আছে যে, তথায় গিয়া, তাহার আনুপূর্বিক সন্ধান লইয়া আসে ? দেশীয় সৈন্যের একজন হাবিলদার ও দুইজন সিপাহী, এই কাৰ্য্যের ভার লইল । তাহারা দণ্ডেকের মধ্যে ভরতপুরবাসীর পরিচ্ছদ পরিধানপূর্বক অশ্বারোহণ করিয়া, দুর্গের দিকে অগ্রসর হইল। কতকগুলি সিপাহী, বন্দুকের আওয়াজ করিতে করিতে তাহদের পশ্চাদ্ধাবিত হয় ; আওয়াজ কিন্তু ফাকা। লে কে বুবিল, হাবিলদার ও অপর দুইজন, সিপাহীর দল পরিত্যাগ