পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ উত্তমাশা-অন্তরীপ So strangely were right and wrong compounded by these pioneers of so-called Chritianity, that the fifth part of the proceeds of the sale of human beings was granted to the Grand Master of the Order of Christ.-Fortuguesc Discoveries. রাজকুমার হেনরীর সমসাময়িক গোমেজ-ইয়ানেজ-ডি-আহেরার একজন সুনিপুণ ইতিহাস-লেখক বলিয়। সুপরিচিত। তিনি হেনরীর গুণমুগ্ধ স্বদেশভক্ত খৃষ্টান লেখক। তঁহার গ্রন্থে এই যুগের নানা রহস্য সুব্যক্ত হইয়া রহিয়াছে। খৃষ্টধৰ্ম্মাচাৰ্য্য পোপ (চতুর্থ ইউজিন) এই সকল অভিনব আবিষ্কারবার্তা প্রাপ্ত হইয়া, হেনীকে আফ্রিকা ও তাহার। পূৰ্ব্বাঞ্চলের সকল দেশের একাধিপত্য প্ৰদান করিয়াছিলেন। মুসলমান বাদশাহগণ আপন সেনাপতি ও অমাত্যবর্গের প্রতি প্ৰসন্ন হইয়া, তাহাদিগকে পৃথিবীর যে কোনও অংশ দান করিয়া ফেলিতেন। সে দেশ স্বাধীন বা অনধিকৃত হইলেও, দানের ব্যাঘাত ঘটিত না। ভারতবর্ষ জয় করিবার পূৰ্ব্বেই ফুতবুদ্দিন “ভারত-সম্রাটু”-উপাধি প্ৰাপ্ত হইয়াছিলেন ;-বঙ্গদেশে উপনীত হইবার পূৰ্ব্বেই ব্যক্তিয়ার খিলিজি “সনন্দ” লাভ করিয়াছিলেন। এখনও ইংরেজ-সেনাপতি স্বাধীন কান্দাহারের অধিপতি ফলিয়া উপাধি লাভ করিয়া থাকেন। সেকালে এইরূপেই হেনরী সমগ্ৰ প্ৰাচ্যরাজ্যের আধিপত্য লাভ করিয়াছিলেন। তঁহার তিরোভাবে পৰ্ত্ত গালের অধিবাসিগণ সেই আধিপত্যের অধিকারী হইলে, তঁহাদের ধনলিপ্তসা প্ৰবল হইয়া উঠিয়াছিল। র্তাহারা যে কোন উপায়ে ধনাহরণের জন্য দেশ