পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

也8 ফিরিঙ্গি বণিক একাধারে এত অধিকার গ্ৰহণ করিয়াই ফিরিঙ্গি বণিক ভারত যাত্রায় বহির্গত হইয়াছিলেন ! মুসলমানকে বাহুবলে পরাভূত করা সেকালের খৃষ্টান বীরপুরুষদিগের প্রধান কাৰ্য্য বলিয়া সুপরিচিত হইয়াছিল। সুযোগ প্ৰাপ্ত হইলে, তরবারিবলে ধৰ্ম্মপ্রচার করাও তাহদের প্রধান লক্ষ্য বলিয়া খ্যাতিলাভ করিয়াছিল । যে দেশে যে বিধান বৰ্ত্তমান আছে, তাহা উৎখাত করিয়া, নববিধানের প্রচার করাই তঁহাদের পুণ্যব্ৰত বলিয়া প্ৰতিষ্ঠালাভ করিয়াছিল । যাহারা এইরূপে তরবারি-বলে ধৰ্ম্মপ্রচারে নিযুক্ত হইয়াছিলেন, তাহারা উত্তরকালে মুসলমানের স্কন্ধে সেই দুরপনেয় কলঙ্ক ক্ষেপণ করিয়া, সাধুপুরুষ বলিয়া আত্মপ্রচার করিয়াছিলেন। তথাপি নিরপেক্ষ মৃত্যনিষ্ট ইতিহাস-লেখকগণ অদ্যপি খৃষ্টধৰ্ম্মের শোণিত-পিপাসার উল্লেখ করিতে ইতস্ততঃ করেন না । কোন শ্রেণীর লোক এই সময়ে ভারত-যাত্রায় বহির্গত হইত। তাহারও কিছু কিছু প্ৰমাণ প্ৰাপ্ত হওয়া যায়। যাহারা রাজদণ্ডে দণ্ডিত, লোকালয়ে লাঞ্ছিত, কুকাৰ্য্যপরায়ণ বলিয়া স্বদেশে সৰ্ব্বত্র ধিক্কত, চরিত্রহীনতায় পশুর ন্যায় অবনতিপ্ৰাপ্ত,-সেই শ্রেণীর নামগোত্রহীন নরাকার রাক্ষসগণই ভারত যাত্ৰায় বহির্গত হইত। * তাহাদের সম্মুখে কোন বাধাই বাধা বলিয়া পরিগণিত হইত না । is .\t the time (femiarkation at Lisbon, selection was impossible ; every one was enrolled who wished to go.--vagrants, jailbirds, debtors, criminals of every description, wretches, incapable iny immorality and loss of character of obtaining cumployment at home-whom Portugal was gla di tu banish to save the honor of their families-Portuguese Discoveries by Rev. Alex. J. D. D. Orsey.