পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८डा*[उिब्लाख & 6 উপায় কি, তাহা কাহারও অপরিজ্ঞাত ছিল না। কিন্তু পোপের অলজধ্য শাসনে একমাত্র পর্তুগাল ভিন্ন অন্য কোনও খৃষ্টান দেশের পক্ষে সে KEK BDBDDBB DDDDD BDBBBD BBD D DDS S DBBDBD TBD পথের চিন্তা-অন্য পথের আবিষ্কার-কামনা উত্তরোত্তর অধিক প্ৰবল হইয়া উঠিতেছিল । ইউরোপের অন্যান্য দেশের লোক যখন এই কামনায় অকাতরে অর্থব্যয় করিয়া দরিদ্র হইয়া পড়িতেছিল, পর্তুগাল তখন ভারতবাণিজ্যের একাধিপত্যের সম্ভোগে ও ঐশ্বৰ্য্যগর্বে সমগ্ৰ ইউরোপে সর্বাপেক্ষা অধিক ধনশালী বলিয়া পরিচিত হইয়া উঠিয়াছিল। পর্তুগাল বৃহৎ রাজ্য হইলে, অন্যান্য রাজ্যের লোকে নিরস্ত হইতে বাধ্য হইত। পর্তুগাল ক্ষুদ্র রাজ্য ; কেবল পোপের পদমৰ্য্যাদার কাল্পনিক বিভীষিকাই তাঙ্গাকে মৰ্য্যাদা দান করিতেছিল । তাহাকে মানিয়া লইয়া অন্য পথে ভারত-বাণিজ্যে অংশলাভ করা, এবং তাহাকে অগ্ৰাহা করিয়া ভারতবাণিজ্যে আত্মপ্রতিষ্ঠা সংস্থাপিত করা, প্ৰায় একই সময়ে ইউরোপের অন্যান্য দেশের লোকের চিত্তক্ষেত্র আন্দোলিত করিয়া তুলিতেছিল। ঘে যুগে এই যুগান্তরের স্বত্রপাত হইতেছিল, সে যুগে পর্তুগালের অধীশ্বর এবং পোপ তুল্যরূপেই তাহার প্রতি অনাস্থা প্ৰকাশিত করিয়া নিশ্চিন্ত হৃদয়ে কালব্যাপন করিতেছিলেন । যাহারা এইরূপে সমগ্ৰ ইউরোপে এক অজ্ঞাতপূর্ব উত্তেজনার সৃষ্টি করিয়া যুগান্তর আনয়নের কারণ হইয়া উঠিয়াছিল, সেই পত্তগীজগণ বিলাসাতিশয্যে অল্পদিনের মধ্যেই অবসন্ন হইয়া পড়িতে লাগিল। তাহদিগের দিগ্বিজয় আর অধিকদূর অগ্রসর হইবার জন্য আগ্ৰহ প্ৰকাশ করিল না ; তাহদের বীরকীৰ্ত্তি আর যথাযোগ্য উৎসাহ লাভ করিতে পারিল না ; তাহদের সকল চিন্তা কেবল সম্ভোগের অভিনব উপায় উদ্ভাবনের জন্যই তন্ময় হইয়া পড়িল ।