পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も切ア ফিরিঙ্গি বণিক করিয়া, ইউরোপ এসিয়ার অন্তরাত্মা প্ৰকম্পিত করিবার ক্ষমতা লাভ करद्ध मiहैं । তখন কেবল ইউরোপের জীবন-প্ৰভাত । সে প্ৰভাতে ইউরোপের নরনারী কেবল বিস্মিতনয়নে ভারতবর্ষের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া, ভারতবর্ষের মতই শিল্পবাণিজ্যে উন্নতিলাভ করিবার উপায়-অন্বেষণে ব্যাকুল হইয়া উঠিয়াছিল। 发 যে দেশ সুদূর মহাচীন সাম্রাজ্যের বহুমূল্য পণ্যভাণ্ডার কুক্ষিগত। করিয়া নীলনদের উভয় তটের বিবিধ পণ্যবীথিকা সজ্জীভূত করিত ;- পণ্যবিনিময়ে ইউরোপের সমগ্ৰ জনপদের কষ্টসঞ্চিত ধনভাণ্ডার বহন করিয়া আনিত-তাহা যে ঐশ্বৰ্য্যগৰ্ব্বে স্ফীত হইয়া উঠিয়াছিল, সে কথা জলে স্থলে সৰ্ব্বত্র ব্যাপ্ত হইয়া পড়িয়াছিল । ভারতবর্ষ বহু বিস্ময়ের লীলাভূমি বলিয়া সভ্যসমাজে সুপরিচিত।* তাহার পুরাতন সাহিত্য ও শিল্পকলা অদ্যাপি কত অধ্যয়নশীল পাশ্চাত্য অধ্যাপকের বিস্ময় উৎপাদনা করিতেছে! এ তাহার অলৌকিক জ্ঞানগৌরব অস্থাপি কত অভিনব তথ্যের মূল প্রস্রবণের সন্ধান প্ৰদান করিয়া, ভারতবর্ষকে মহিমান্বিত করিয়া তুলিতেছে ; তাহার কথা সুধীসমাজের অপরিজ্ঞাত নাই । ভারতবর্ষের সমুদ্রসৈকতের পুরাতন জনসমাজ আতি পুরাকালেই সমুদ্রপথে অগ্রসর হইয়া, নানা দিগেদশের পণ্যসংগ্রহে নিযুক্ত হইয়াছিল। a If I were to look over the whole world to find out the country most richly endowed with all the wealth, power and beauty that nature can bestow, in some parts, a very paradisc on earth -I should point to India.-Max Muller. If I were asked under what sky the human mind has most fully developed some of its choicest gifts, has most diceply pondered on the greatest problems of life, and has found solutions of some of them which will deserve the attention of even those who have studied Plato and Kant, I should point to India-Max Muller.