পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为b‘町 ফিরিঙ্গি-বণিক ফিরিঙ্গি-বণিকের পক্ষে এক সঙ্গে এই সকল প্ৰবল প্ৰতিদ্বন্দীর আক্রমণবেগ সািহত্যু করিবার সম্ভাবনা ক্ৰমশঃ তিরোহিত হইয়া গেল । আর সেদিন নাই। রাণকুশল পোতাধ্যক্ষগণ বাণিজ্য-বন্দরের রাজপ্রাসাদতুল্য উচ্চ অট্টালিকায় বাস করিয়া, বিবিধ বিলাস-লালসায় কালান্তিপাত করিতে গিয়া অকৰ্ম্মণ্য হইয়া পড়িয়াছিলেন। সেনাদলও তাহাদের পূর্ব শিক্ষা বিস্মৃত হইয়া নেতৃবর্গের পদাঙ্ক অনুসরণ করিতে শিক্ষা করিয়াছিল। সংযম ভাসিয়া গিয়াছিল,-সম্ভোগ প্ৰবল হইয়া সকল শক্তি অবসন্ন করিয়া ফেলিয়াছিল । ইউরোপের অবস্থাও আশাপ্ৰদ ছিল না । শান্তি বিনষ্ট হইয়া গিয়াছিল ; পোপের পদমৰ্য্যাদা যায় যায় হইয়া উঠিয়াছিল। ইংরাজেরা তাহার। অবশ্যম্ভাবী পতনকাল। লক্ষ্য করিয়া, ওলন্দাজগণের দেখাদেখি ভারতসাগরে উপনীত হইয়া, ফিরিঙ্গি-বণিকের দুর্বল হস্ত হইতে ভারতবাণিজ্যের একাধিপত্য কাড়িয়া লইবার জন্য কৃতসংকল্প হইয়াছিলেন।