পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ কালিকািট "Great is the country, rich in every style, Of goods from China scnt by sea to Nyle.'-u izi. ভারতবর্ষের অলৌকিক ঐশ্বৰ্য্যকাহিনী সেকালের ইউরোপীয় কবিকল্পনাকে নিরতিশয় মুখর করিয়া তুলিয়াছিল! কবিকাহিনী কিয়ৎপরিাDDS DDBBBD K DBDD DDD DDSS DDB DBDDB sBBD BDBB বলিয়াও প্রত্যাখ্যান করিবার উপায় নাই। “নহামূলা জনশ্রুতিঃ”। লোকসমাজে যে সকল জনশ্রুতি প্ৰচলিত হয়, তাহার মূলানুসন্ধান করিতে পারলে, কিছু না কিছু সত্যসংস্রব প্রকাশিত হইয়া পড়ে। ইউরোপীয় কবিকল্পনা যে সকল জনশ্রুতি অবলম্বন করিয়া এরূপ মুখর হইয়া উঠিয়াছিল, তাহার মূলেও কিছু না কিছু ঐতিহাসিক সত্য নিহিত ছিল । সুজনসাধারণ তাহার আবিষ্কারসাধনের জন্য ব্যস্ত হইত না ; তাহারা জনশ্রুতিকেই ঐতিহাসিক সত্য বলিয়া গ্ৰহণ করিত। কবিকল্পনায় কোিধল সেই তথ্যই বিকশিত হইয়া রহিয়াছে । সেকালের ইউরোপীয় জনসাধারণের নিকট ভারতবর্ষ যে ভাবে প্রতিভাত হইত, “লুসিয়াদে"র BBD DBBDD DBDDD D DDDS DDS সেকালের ইউরোপের তুলনায় ভারতবর্ষ সত্যসত্যই সমধিক সম্পন্ন রাজ্য বলিয়া পরিচিত হইতে পারিত। তখনও বিশ্ববিজয়িনী বাণিজ্যশক্তি পরিস্ফুট হইয়া, ইউরোপকে পরাক্রান্ত হইবার অবসর দান করে নাই! তখনও নগয়ে নগরে শিল্পাগার প্রতিষ্ঠিত হইয়া, ইউরোপকে শিল্পকৌশলে প্রভাবশালী করিয়া তুলিতে পারে নাই। তখনও জলে স্থলে বাহুবিস্তার