পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>*8 ফিরিঙ্গি-বণিক হইয়া, কাৰ্য্যকালে বাহুবলের নিকট ཨtསྟག་ངག་ বলিদান করিতে হইল । ইউরোপের সন্ধিপত্র এসিয়ায় অস্বীকৃত ও পদদলিত হইয়া, এই নীতিপার্থক্যকে দিন-দিন স্থায়িত্বদান করিতে লাগিল । পার্থক্য এইখানেই নিরস্ত হইল না । ইউরোপের ধৰ্ম্মনীতিও এসিয়ায় আসিয়া, ভিন্ন মূৰ্ত্তি ধারণ করিতে লাগিল। যাহা ইউরোপে সর্ববাদিসন্মত সদাচার, তাহাও এসিয়ায় আসিয়া, পদে পদে পদদলিত হইতে আরম্ভ করিল ; কারণ ইউরোপ এসিয়া নহে; এসিয়া এসিয়া । উত্তমাশা অন্তরীপ ভূমণ্ডলকে দুইভাগে বিভক্ত করিয়া ফেলিল ; পূৰ্ব্ব ভাগে স্বার্থ, সুবিধা, বাহুবল, স্বেচ্ছাচার দিন দিন প্ৰবল হইতে লাগিল । তাহাতে পূৰ্বপ্রতিষ্ঠিত অধিকার অধিক দিন মৰ্য্যদা রক্ষা করিতে পারিল না । যে ওলন্দাজগণ ইউরোপে ইংরাজী-বাণিজ্যের আশ্রয়দাতা এবং ইংরাজের প্রাচ্যবাণিজ্য-বিস্তার-চেষ্টার প্রধান পথপ্ৰদৰ্শক, এসিয়ায় আসিয়া, ইংরাজগণ সেই ওলন্দাজ দিগের সহিত কলহ করিতেও কুষ্ঠিত शtन्नन्न न । এসিয়া প্ৰবাসী, বিলাসজীৰ্ণ, চরিত্রহীন ফিরিঙ্গি-বণিক কাহারও নিকট হইতে আত্মরক্ষার উপযোগী সাহায্যলাভ করিতে পারিলেন না । ইউরোপে পোপের সিংহাসন টলিয়া উঠিয়াছিল । তাহাকে অধঃপতন হইতে রক্ষা করিবার জন্য স্পেন-পর্তুগাল ইউরোপীয় কলহ-কোলাহলে অবসরশূন্য হওয়ায়, প্রাচ্যবাণিজ্যরক্ষার্থ যথাযোগ্য চেষ্টা করিবার অবসর লাভ করিল না। ফিরিঙ্গি-বণিক সৌভাগ্যের দিনে জলে স্থলে দাসুকৃতি করিয়া এসিয়ানিবাসিগণকে যেরূপ উৎপীড়িত করিতে প্ৰবৃত্ত হইয়াছিলেন, তাহাতে তঁাহারা এসিয়ার কাহারও নিকট সাহায্য পাইবার সুযোগ লাভ করিলেন না । এক সঙ্গে ইউরোপ হইতে নানা প্ৰবল জাতি এসিয়াখণ্ডে আপতিত হইবামাত্র, ফিরিঙ্গি-বণিকের প্রাচ্য-বাণিজ্যমৰ্য্যদার যে ছায়ামাত্র অবশিষ্ট ছিল, তাহ সহজেই বিলুপ্ত হইয়া গেল ।