পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e. ফিরিঙ্গি-বণিক তিরোহিত হইয়া গিয়াছিল । যাহারা একদা সুযোগ পাইবামাত্র আক্রমণ করিতে সাহস করিত, সেই বীর্যবংশোদ্ভব হিন্দুমুসলমান ফিরিঙ্গির দাসত্ব গ্ৰহণ করিয়া, কায়ক্লেশে জীবিকার্জন করিতে অভ্যস্ত হইয়া উঠিয়াছিল। যে সকল অর্ণবপোত সহসা সাগরগর্ভ হইতে সমুথিত জলদৈত্যের ন্যায় পক্ষ বিস্তার করিয়া বন্দরাভিমুখে অগ্রসর হইত, তাহাদিগের সমুন্নত পতাকারাজি পর্তুগালের বাণিজ্য-সাম্রাজ্যেরই বিজয় ঘোষণা করিত । এক দিকে অতুল ঐশ্বৰ্য্য, অন্য দিকে অসীম প্ৰতাপ এবং অকুতোভয় অধিষ্ঠান ফিরিঙ্গি-বণিকের বিলাস-বাসনা বদ্ধিত করিয়া তুলিতেছিল । সেকালে ইউরোপের সম্মুখে যে ভোগাভিলাষের আদর্শ বৰ্ত্তমান ছিল, তাহা প্ৰাচ্য আদর্শ বলিয়া কথিত হইত। কেবল ইউরোপ কেন, এসিয়ার অন্যান্য দেশেও ভারতবর্ষের বাহাড়ম্বরের অনুকরণ-লালসা প্রবল হইয়া উঠিয়াছিল। সওদাগরগণ ভোগাভিলাষের অনুকুল বহুমূল্য পণ্যসম্ভার পুঞ্জীকৃত করিয়া, ইউরোপের ভোগাভিলাষ প্ৰবল করিয়া তুলিয়াছিল। ইউরোপের কিয়দংশে মুসলমান-শাসন প্ৰবৰ্ত্তিত হইবার পর, ক্ৰমে ক্ৰমে সমগ্ৰ ইউরোপ ভোগাভিলাষে অধিক উন্মত্ত হইয়া উঠিতেছিল। ঐশ্বৰ্য্যলাভ করিতে পারিলেই ইউরোপীয়গণ ভারতীয় হাবভাবের অনুকরণ করিতে ইতস্ততঃ করিতেন না । তখন তঁহাৱা ভারতবর্ষের নামে নাসিকা কুঞ্চিত করিতেন না ; তাহাকে ভূস্বৰ্গ ভাবিয়া তাহার দিকে ধাবিত হইবার জন্যই আগ্ৰহ প্ৰকাশ করিতেন ! ক্ষুদ্র রাজ্য পর্তুগাল ভারত-বাণিজ্যে অসীম ঐশ্বৰ্য্য লাভ করিয়া ভোগাভিলাষী হইবামাত্র, শারীরিক শ্ৰমে বিরত হইয়াছিল । তজ্জন্য কৃষিশিল্পের অনুশীলনভার ক্রমে ক্ৰমে ক্রীতদাসগণের উপরেই ন্যস্ত হইয়া পড়িয়াছিল। যাহারা কষ্ট-সহিষ্ণু, পরিশ্রম-নিপুণ বীরজাতি BBB BBuDS DDSDBDDB DD DBBD S YYS BBDBBDB DDD