পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার DBDBDBBK DD DB DuDBDS BDBDS Duu DBDD BBBzSYS ইহা সৰ্ববাদিসন্মত । ফিরিঙ্গি-বণিকেয় ইতিহাস এই বিচিত্ৰ ভাগ্যপরিবর্তনের ইতিহাস,-তাহাও সৰ্ব্বব্যাদি সম্মত । কিন্তু ইহার কারণ কি, YDBDD DBBSBDDBDB DBDSSDDD S অদৃষ্টবাদের সিদ্ধান্ত নিরতিশয় সরল সিদ্ধান্ত ; তাহার সমালোচনা অনাবশ্যক। অদৃষ্টবাদ। আলস্তবাদ --তাহা কোন ঘটনারই কাৰ্য্যকারণশৃঙ্খলার আবিষ্কার সাধনের জন্য কিছুমাত্ৰ শ্ৰম স্বীকার করিতে সম্মত হয় না । কারণ, যাহা ঘটিবার, তাহাই ঘটিয়া থাকে,-ইহাই সুত্ৰ । যাহারা ইহাতে আস্থা স্থাপন করিতে অসমর্থ, তাহারা ইহার বিবিধ কারণ-পরম্পরার আলোচনা করিয়া গিয়াছেন । সে ইতিহাসে ভারতবষ সকলের নিকট সমানভাবে পক্ষপাতশূন্য সুবিচার লাভ করিতে পারে নাই । ভারতবাসী দুর্বল, ভীরু ও কাপুৰুষ বলিয়া বর্ণিত হইয়াছে, এবং তাহাদের অযোগ্যতাই তাহদের অধঃপতনের কারণ বলিয়া উল্লিখিত হইয়া, সৰ্ব্বত্র সত্য সিদ্ধান্ত বলিয়া মৰ্য্যাদালাভ করিয়াছে। পরিণামের প্ৰতি দৃষ্টিপাত করিয়া, অনেক ভারতবাসীও ইহাকেই সত্য সিদ্ধান্ত বলিয়া মানিয়া লইতে বাধ্য হইয়াছেন। তজ্জন্য বিচারবিমুঢ়তা, আত্মশক্তিসম্বন্ধে এক অন্ধ অবিশ্বাসের সৃষ্টি করিয়া, ভারতবাসীকে কালক্রমে সত্যসত্যই দুৰ্বল, ভীরু ও কাপুরুষ করিয়া তুলিয়াছে। ভারতবাসীর এই চিত্ত-দুর্বলতা অধঃপতনের “পরিণাম” ; ইহা তাহার “কারণ” বলিয়া স্বীকৃত হইতে পারে না । এসিয়া একটি মহাদেশ । তাহ নানা দেশে বিভক্ত। তাহাতে