পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফিরিঙ্গি বণিক জন্যই বাণিজ্য রক্ষা করিতেন । কোন দেশে সমরকলহ বিদ্যমান। থাকিলেও উভয় পক্ষই বাণিজ্যিরক্ষার্থ চেষ্টা করিতেন । দমু্য ভিন্ন অন্য কেহ বাণিজ্যদ্রব্য লুণ্ঠন করিবার চেষ্টা করিত না । এই সকল কারণে, মধ্য-এসিয়ার বিবিধ বিপ্লবের মধ্যেও ভারত-বাণিজ্য অব্যাহত গতিতে প্ৰাচ্য হইতে প্ৰতীচ্য সাম্রাজ্যে প্রবাহিত হইত। বণিশ্বর্গের পক্ষে অস্ত্রশস্ত্ৰে সুসজ্জিত হইয়া এক দেশ হইতে অন্য দেশে গমনাগমন করিবার প্রয়োজন হইত না । এরূপ অবস্থায় ফিরিঙ্গি-বণিকের সামরিক বেশ আরবীয় বণিগ্নর্গের হৃদয়ে সহজেই আতঙ্ক উপস্থিত করিতে লাগিল । সে কথা ক্ৰমে ক্ৰমে সৰ্ব্বত্র ব্যাপ্ত হইয়া পড়িল । বণিক্‌ ভিন্ন অন্য কেহ কালিকাটে উপনীত হইত না । সুতরাং কালিকাটরাজ ফিরিঙ্গি-বণিককে বণিক বলিয়াই গ্ৰহণ করিয়াছিলেন । মুসলমানগণ তাহাতে নিরুদ্বেগে আস্থাস্থাপন করিতে সাহসী হইলেন না। তাহারা ফিরিঙ্গি-বণিকের প্রকৃত স্বতাব অবগত ছিলেন । তঁাহারা যে ভূমধ্যসাগরে ধৰ্ম্মকলহের সহিত বাণিজ্যকলহ সংযুক্ত করিয়া, মুসলমানের সহিত যুদ্ধবিগ্ৰহে লিপ্ত হইয়া রহিয়াছেন, সে কথা ভারতবাসী মুসলমানদিগের অপরিজ্ঞাত ছিল না । সয়ল স্বাভাবি কালিকট-ব্লাজ তাহদের এই সকল আশঙ্কাকে অমূলক বলিয়াই বিশ্বাস করিয়াছিলেন। মুসলমানগণ রাজার চিত্তবিকার উপস্থিত করিতে অসমর্থ হইয়া, ফিরিঙ্গি-বণিকের প্ৰকৃত পরিচয় উদঘাটিত করিবার আশায়, এক অভিনব কৌশলের অবতারণা করিতে বাধ্য হইলেন । মুসলমানগণের উপদেশে কালিকটের পণ্যবিক্রোতৃগণ নিতান্ত অকৰ্ম্মণ্য পণ্যদ্রব্য অগ্নিমূল্যে বিক্রয় করিবার প্রস্তাব উপস্থিত করিভু ; অনভিজ্ঞ ফিরিঙ্গি-বণিক্‌ তাহাষ্ট সহাস্যবিদনে ক্ৰিয় করিতে প্ৰবৃত্ত ২ ইলেট) { মুসলমানগণ রাজাকে বুঝাইলেন,--নবাগত ফিরিঙ্গি-বণিক, খ, {1 - ত - ব্যপদেশে দসু্যুবৃত্তি কল্লিতে আসিয়ছে ; বণিক্‌ হইলে, অকৰ্ম্মণ্য প্যা, ব্য