পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●8 প্ৰথম ভরতপুর-যুদ্ধ। যাইবে কোথায় ? যাহা হউক, দেবতায় অবিশ্বাসী ইংরেজ, নিশ্চিতই একথা আদৌ বিশ্বাস করিবেন। না ; কিন্তু বিশ্বাস করিতে পারিলে পরাভাবের একটা স্তোক হইতে পারিত। সিপাহীরা সত্যই श्लूक, ज्यांद्र थिंग्राशे तब्रुक, उद्रउंब्रागैौब्रा क्रुश्याভক্ত। এই জন্য বোধ হয়, ভরতপুর আজিও ‘ব্রজ’ নামে অভিহিত হইয়া থাকে। ইংরেজকে চারিকার পরাভব করিয়া, ভরতপুররাজ অতুল বীরত্বপ্রতিষ্ঠা অর্জন করিয়াছিলেন । ভরতপুরবাসীরা তঁহার নাম শ্রবণ মাত্রেই পুলকিত হইত। রণজিতের’ নাম হইলে, আজিও মলিন ভরতপুৱবাসীর মুখ উজ্জ্বল হইয়া উঠে। জেনারেল কালু যোষ। unuso)houms ২০ বৎসর পর ইংরেজ ভরতপুর অধিকার করেন। সে অধিকার ব্যাপারে বিষম সংঘর্ষ হইয়াছিল। সে সংঘর্ষণ দ্বিতীয় ভরতপুর-যুদ্ধ নামে । অভিহিত। সে যুদ্ধবিবরণ প্ৰকাশ করিবার পুকেব !