পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জেনারেল কালু ৰোষ । ded প্ৰথম ভরতপুর-যুদ্ধ সম্বন্ধে একটী বাঙ্গালী কৰ্ম্ম চারীর প্রতিষ্ঠা সম্বন্ধে দুই একটী কথা বলিব। ভরতপুর-যুদ্ধে একজন বাঙ্গালী যেরূপ অপূর্ব সাহসের পরিচয় দিয়া, ইংরেজ-প্ৰভু ভক্তির পরিচয় দিয়াছিলেন, সে সাহসের প্রমাণ ইতিহাসে চিরগাথা। কালু ঘোষ নামক এক ব্যক্তি ইংরেজসৈন্যকে বড়ু রক্ষা করিয়াছিলেন। ইহাকে লোকে জেনারেল কালু ঘোষ বলিয়া জানে। हेशंद्र श्थार्थ नाम कांनौष्द्र१८षांश । हेनि कूलপরিচয়ে সহজ মুখ্য কাকুৎস্থ ঘোষের সন্তান, হুগলীআকনার ঘোষ, মধ্যাংশে দ্বিতীয় পো, পৰ্য্যায়ে ২২। কলিকাতা সুকিয়া ষ্ট্রীটে ইহঁর বাস ছিল । একটা আক্রমণে ইংরাজ-সেনানী হত হন । সেনানী হত হওয়ায়, এই সৈন্যদলও উচ্ছ জ্বল হইয়া পড়ে। কালীচরণ ঘোষ এই পলুটনে কাজ করিা DDK S LDDBD t L D BBK B ছিল । সর্বদা যুদ্ধক্ষেত্রে ও সেনানীগণের সহিত একত্রে থাকায় রণ-কৌশলও ইহঁর জানা হইয়াছিল। ছত্রভঙ্গ হইয়া পড়িলে হতাবিশিষ্ট পলটনের হাবিলদার, সুবেদার প্রভৃতি সেনানীরা